এই মুহূর্তে জেলা

যশের আগাম সতর্কতা কোন্নগরে , শুরু হলো গাছের ডাল কাটার কাজ।

হুগলি , ২২ মে:- গত আমফানের স্মৃতি উসকে এবারের ঝড়ের আগাম সতর্কতা হিসাবে কোন্নগরে জিটিরোডের পাশে গাছের ডাল কাটা শুরু করলো বিদ্যুৎ দফতরের উদ্যোগে স্হানীয় তৃণমূল কর্মীরা। গত আমফানের ঝড়ে এলাকায় প্রচুর গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। ফলে বেশ কয়েকদিন এলাকায় বিদ্যুৎ না থাকায় রাস্তা অবরোধ থেকে বিক্ষোভ হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার কারণে শুরু হয়েছে ইলেকট্রিক তারের উপর ঝুলে পড়া গাছের ডাল কাটার কাজ।