শান্তিপুর , ২১ মে:- করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নদিয়ার শান্তিপুরের বর্ষিয়ান ডানপন্থী নেতা অজয় দে। তিনি পাঁচবারের বিধায়ক এবং ছ তয়বার শান্তিপুর পৌরসভার পৌর প্রধান ছিলেন। তাঁর মৃত্যুতে শান্তিপুর রাজনৈতিক মহল সহ শান্তিপুর এলাকায় শোকের পরিবেশ। গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার থেকে তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Post Views: 382








