এই মুহূর্তে জেলা

হকার্সদের ভ্যাকসিন এর ব্যবস্থা করলো আরামবাগ পৌরসভা।


আরামবাগ , ১৮ মে:- আরামবাগ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার সকাল থেকেই হুগলির আরামবাগ পুরসভায় যে সমস্ত রেজিস্টার্ড হকার্স আছে তাদের করোনা ভ্যাকসিনের সুবন্দোবস্ত করল আরামবাগ পৌরসভা। এদিন আরামবাগ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন পৌরসভার নিজস্ব স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় ৫০০ জনকে করণা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। পৌরসভার এই উদ্যোগকে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছে। এদিন আরামবাগ পৌরপ্রশাসক স্বপন নন্দী নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে উৎসাহিত করলেন। পুরসভা সূত্রে জানা গেছে পৌরসভায় প্রায় ১ হাজার ৫০০ জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম পর্যায়ে দেওয়া হচ্ছে প্রায় ৫০০ জনের মতো। করণা ভ্যাকসিন নিতে আসা সমস্ত হকার্সরা সামাজিক দূরত্ব মেনেই এই ভ্যাকসিন নেন। এ প্রসঙ্গে আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত স্তরের মানুষের কথা ভাবেন। আমাদের ১৫০০ জন যে হকার্স রেজিস্ট্রেশন আছে তাদের মধ্যে ৫০০ জনকে প্রথম পর্যায়ে করণা ভ্যাকসিন দিচ্ছি।

পরপর করে সবার হবে। আমরা চাইছি প্রত্যেকে যেন টিকা পেয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। মঙ্গলবার প্রথম ডোজ দেয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী যে করো না নিয়ে চিন্তাভাবনা করছেন। সেখানে সকল স্তরের মানুষদের বলবো সকলে আসুন করোনার বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করি। সকলকে বলবো দূরত্ব বজায় রাখুন, স্যানিটাইজার করুন, কভিডের নিয়ম গুলি মেনে চলুন, কাজ না থাকলে বাড়ির বাইরে বের হবেন না। ভ্যাকসিন প্রসঙ্গে এক হকার রামকৃষ্ণ মোদক জানান, আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমাদের জন্য ভ্যাকসিনের সুবন্দোবস্ত করেছে। এর জন্য প্রথমেই আমরা পৌর প্রশাসক স্বপন নন্দীকে ধন্যবাদ জানাবো। এটা খুব ভাল উদ্যোগ। আমরাও চিন্তিত ছিলাম কবে ভ্যাকসিন পাবো। কিন্তু পৌরসভা আমাদের সেই ভ্যাকসিনের সুবন্দোবস্ত করে দিল। এর জন্য আমরা খুবই খুশি এবং আনন্দিত।