এই মুহূর্তে কলকাতা

প্রত্যন্ত গ্রামে করোনা ঠেকাতে কোয়াক ডাক্তারদের প্রশিক্ষণ শুরু সরকারের।


কলকাতা , ১৬ মে:- প্রত্যন্ত গ্রামে করোনা সংক্রমণ ঠেকাতে এবং আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে কোয়াক ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া শুরু করলো রাজ্য সরকার। সোমবার থেকে প্রত্যেকটা জেলার ব্লকে ব্লকে দুদিনের প্রশিক্ষণ দেবে স্বাস্থ্য দপ্তর। কোয়াক ডাক্তারদের নাম দেওয়া হয়েছে, গ্রামীন স্বাস্থ্য পরিষেবক। এঁদের প্রশিক্ষণ দেওয়া কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে এই ধরনের চিকিৎসক রয়েছেন আনুমানিক ২ লক্ষ ৭৫ হাজার। ইতিমধ্যে লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকেও গ্রামীন স্বাস্থ্য পরিষেবকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের এক অধিকর্তা জানিয়েছেন, রাজ্যের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবকদের গুরুত্ব অপরিসীম। সমাজের বিভিন্ন স্তরে তাঁরা মিশে দিতে পারেন। ফলে, তাঁদের কথা গ্রামবাসীরা মেনে চলেন। সারা বছর যে কোনও সময়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য গ্রামবাসীরা তাঁদের পাশে পান। এমনকী করোনা আক্রান্তদের প্রাথমিক পরিষেবা দিতেও তাঁরা পিছপা হন না। করোনা সংক্রমণ সম্পর্কে গ্রামের মানুষকে সচেতন করতে স্বাস্থ্য পরিষেবকরা বড় ভূমিকা নিতে পারবেন। প্রশিক্ষণ নেওয়া হয়ে গেলে প্রাথমিক চিকিৎসাও তাঁরা করতে পারবেন।