আরামবাগ , ১৬ মে:- রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী লকডাউন সফল করতে লাঠি হাতে প্রশাসন। আরামবাগ জুড়ে একদিকে আরামবাগ থানার পুলিশ যেমন কড়া পদক্ষেপ গ্রহন করছে তেমনি ম্যাজিস্টেটের নেতৃত্বে মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল লাঠি হাতে রাস্তায় নামে। আইন ভঙ্গকারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করেন প্রশাসানের আধিকারিক থেকে শুরু করে পুলিশ অফিসার। এদিন লকডাউন উপেক্ষা করে দোকান খোলা দেখলেই তৎপরতার সঙ্গে দোকান বন্ধ করানো হয়। পাশাপাশি অযথা জমায়েত এড়াতে চলে লাঠিচার্জ। এমনকি অযথা বাইরে ঘোরাঘুরি করায় বেশ কয়েকজনকে আটক করে আরামবাগ থানার পুলিশ। এদিন আরামবাগ থানার আইসি পার্থ সারথি হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লকডাউন সফল করতে অভিযান চলে।
নিদিষ্ট সময়ের বাইরে দোকান খোলা দেখলেই তাকে সচেতন করার পাশাপাশি আগামী দিন নিয়ম মেনে দোকান খুলে রাখার কথা বলা হয়। অন্যদিকে অযোথা ঘোরাঘুরি করা ব্যক্তিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে আরামবাগ মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল আরামবাগ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নজরদারী চালায়। যেখানেই জমায়েত চোখে পড়েছে সেখানেই করা পদক্ষেপ গ্রহন করে। জানা গিয়েছে আরামবাগের বাদলকোনা এলাকার একটি মন্দিরে বেশ কয়েক জন যুবক লকডাউন উপেক্ষা করে গোল হয়ে বসে গল্প করার পাশাপাশি মোবাইলে গ্রেম খেলছিলো। সেই সময় মহকুমা প্রশাসনের প্রতিনিধি দল যেতেই ছোটাছুটি শুরু হয়ে যায়। কেউ পুকুরে ঝাঁপ দেওয়ার পাশাপাশি কেউ খাল পেরিড়ে সটান দৌড় দেয়। নিমিশের মধ্যে জমায়েত ভন্ডুল হয়ে যায়।সবমিলিয়ে আরামবাগ জুড়ে লকডাউন সফল করতে পুলিশ ও প্রশাসনের ভুমিকাকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।