তরুণ মুখোপাধ্যায় , ১২ মে:- তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই যে কথাটা বলেছেন যে এই সময়ে করোনার মহামারী চলছে, তার মোকাবিলায় সকলকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। এবং যেভাবেই হোক এই মারণ বাধিকে আমাদের রুখতে হবে , এইটাই আমাদের প্রধান কাজ। সেই কথা মাথায় রেখে আজ চুঁচুড়ায় নবনির্বাচিত বিধায়ক অসিত মজুমদার স্থানীয় ডাফ হাইস্কুল পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন চুঁচুড়ার এসডিও, হুগলির চিফ মেডিকেল অফিসার, এবং চুঁচুড়া পৌরসভা স্বাস্থ্য আধিকারিক। তারা এলাকাটি ঘুরে দেখেন পরে সাংবাদিকদের বিধায়ক অসিত বাবু জানান এইসময় দিদির নির্দেশে সারা বাংলা জুড়ে এই মহামারীর বিরুদ্ধে সবাই লড়াইএ নেমেছি এই স্কুলে একটি উপসর্গহীন যে সমস্ত কোভিড রোগীরা আসবেন তাদের থাকার বন্ধ করা হচ্ছে এবং এটি একটি সেফ হোম হিসেবে কাজ করবে। আপাতত এখানে ৫০ বেডের বন্দোবস্ত থাকছে প্রয়োজন হলে শয্যা সংখ্যা আরো বাড়ানো হতে পারে। v