এই মুহূর্তে জেলা

মহামায়া উচ্চ বিদ্যালয়ের ১২৫ তম বর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সিঙ্গুরে।


হুগলি, ৮ জানুয়ারি:- ঢাক, ধামশা মাদলের তালে তালে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের ১২৫তম বর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। রবিবার সকালে সিঙ্গুর স্কুল থেকে শোভাযাত্রা বের হয়ে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।

এদিনের শোভাযাত্রায় উপস্হিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, হারিপালের বিধায়ক ড: করবী মান্না, সিঙ্গুরের বিডিও পার্থ ব্যানার্জী সহ স্কুলের প্রাক্তন শিক্ষক, ছাত্র-ছাত্রীরা। এদিনের শোভাযাত্রায় বিভিন্ন মনিষীদের মডেল, রনপা, সাঁওতালি নৃত্য পরিবেশন করতে করতে রাস্তা পরিক্রমা করে।