এই মুহূর্তে কলকাতা

জ্বালানির ক্রমবর্ধমান দাম ও পরিবেশের কথা মাথায় রেখে বৈদ্যুতিন যানবাহনে জোর ফিরহাদ হাকিমের।

কলকাতা , ১১ মে:- জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য খরচের বোঝা বাড়লেও রাস্তায় যাতে পর্যাপ্ত পরিমাণ সরকারি বাস থাকে তা নিশ্চিত করতে রাজ্যের নতুন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর এ দিনই প্রথম পরিবহণ দফতরে গিয়ে তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি এই নির্দেশ দেন। পরে পরিবহণমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাস্তায় বেরিয়ে মানুষকে যাতে বাস না পেয়ে হয়রান না হতে হয় ,সে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত ব্যস্ত সময়ে প্রয়োজনে বেশি সরকারি বাস চালানো হবে৷ এর পাশাপাশি, নতুন যে মেট্রো স্টেশনগুলি শহর এবং শহরতলিতে তৈরি হচ্ছে, তার সংযোগকারী অটো রুটও বাড়ানো যায় কি না, তা খতিয়ে দেখতে পরিবহন মন্ত্রী সমীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন। জ্বালানির ক্রমবর্ধমান দাম এবং পরিবেশের কথা মাথায় রেখে বৈদ্যুতিন যানবাহনের ব্যবহার বাড়ানোর ওপরেও নতুন পরিবহনমন্ত্রী জোর দেন।

তিনি বলেন, বিদ্যুৎচালিত বাস বেশি করে চালানোর জন্য আগে পর্যাপ্ত সংখ্যক রিচার্জ স্টেশন গড়ে তোলা প্রয়োজন। তার জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ পরিকাঠামো উন্নয়ন নিগমকে ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওভারলোডিং আটকাতেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম৷ এমনিতেই লোকাল ট্রেন বন্ধ৷ তার উপর লোকসানের অভিযোগে অনেক বেসরকারি বাসের মালিকই পথে বাস নামাচ্ছেন না৷ এই অবস্থায় সরকারি বাসই একমাত্র ভরসা সাধারণ মানুষের৷ যদিও কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পঞ্চাশ শতাংশ সরকারি গণ পরিবহণ চালানো হবে৷ ফিরহাদ হাকিম অবশ্য এ দিন জানিয়েছেন, দীর্ঘিদিন ধরেই ভাড়া বৃদ্ধির দাবিতে সরব বাস মালিকরা৷ জ্বালানির বিপুল দামের ধাক্কায় সরকারি নিগমগুলিও রীতিমতো হাঁসফাঁস করছে৷ সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।