এই মুহূর্তে কলকাতা

কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে সমীক্ষা শুরু হচ্ছে।

কলকাতা , ৮ জুলাই:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সরকার বিশেষজ্ঞদের দিয়ে একটি সমীক্ষা করার উদ্যোগ নিয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা কোভিড মোকাবিলায় রাজ্যের আন্তর্জাতিক পরামর্শদাতা কমিটির প্রধান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই নিয়ে নতুন করে একটি সমীক্ষা শুরু করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ‘‌ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিক সায়েন্সে’‌র যৌথ উদ্যোগে এই সমীক্ষায় তৃণমূল স্তরে কাজ করা স্বাস্থ্য কর্মী এবং আশা কর্মীদের শামিল করা হবে।

সম্প্রতি এই বিষয় নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ন সড়ক নিগম এবং কভিড পরামর্শদাতা কমিটির সদস্যরা বৈঠক করেন। সেখানে স্থির হয়েছে আগামী দু সপ্তাহের মধ্যেই সমীক্ষা শুরু করা হবে। মূলত তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় রাজ্যে এ পর্যন্ত যে পরিকাঠামো তৈরি করা হয়েছে তার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হবে ওই সমীক্ষায়। তৃতীয় ঢেউয়ে শিশুরাও আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই কিভাবে তা আটকাতে কার্যকরী ব্যবস্থা নেয়া হতে পারে পরিস্থিতি খতিয়ে দেখে বিশেষজ্ঞরা সে ব্যাপারে পরামর্শ দেবেন।