কলকাতা , ৬ মে:- সরকারি কর্মীদের ঈদ এবং দুর্গাপুজো উপলক্ষে উৎসব ভাতা অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য সরকার। বৃহস্পতিবার অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২১ এর ৩১ মার্চ পর্যন্ত যেসব কর্মীদের বেতন মাসিক সর্বোচ্চ ৩৬ হাজার টাকা, তাঁরা উৎসব ভাতা পাবেন ৪ হাজার ৫০০ টাকা। গত বছর এই ভাতা ছিল ৪ হাজার ১০০ টাকা। ৩৬ হাজার ১ টাকা থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত যে সব কর্মীরা মাসিক বেতন পান তাঁদের উৎসব অগ্রিম হিসেবে ১২ হাজার টাকা দেওয়া হবে।
২০২১ এর ৩১ মার্চ পর্যন্ত মাসিক বেতনের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও এই সুবিধা পাবেন। ৩১ হাজার টাকা পর্যন্ত যাঁরা পেনশন পান তাঁদের আগাম অ্যাডহক বোনাস হিসেবে ২ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। গত বছর ২ হাজার ১০০ টাকা দেওয়া হয়েছিল। যাঁরা পারিবারিক পেনশন পান তাঁরাও এই সুবিধা পাবেন। সরকার অধিগৃহিত অর্থাৎ পুরসভা পঞ্চায়েত থেকে শুরু করে সরকার প্রোষিত সব সংস্থার কর্মীরাই এই সুযোগ পাবেন বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।