এই মুহূর্তে কলকাতা

শনিবার একদিনের জন্য বিধানসভার অধিবেশন ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

কলকাতা , ৫ মে:- কোভিড-১৯ পরিস্থিতিতে নিয়মরক্ষায় আগামী শনিবার একদিনের জন্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। সূত্রের খবর, সপ্তদশ বিধানসভার অধিবেশন ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ওই অধিবেশনেই বিধানসভার স্পিকার নির্বাচন হবেন। তার আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন পোর্টেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। ২১৩টি আসনে জয় পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলেও মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান অনাড়ম্বরেই সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পালা ২৯২ জন বিধায়কের শপথগ্রহণ। করোনা মহামারীর জেরে সেই নিয়মেও বদল আনা হয়েছে। কোভিড বিধি মানতে এই প্রথমবার প্রথা ভেঙে আলাদা আলাদা ভাবে শপথগ্রহণ করবে বিধায়করা।

সূত্রের খবর, বৃহস্পতিবার প্রথমভাগে ৭৪ জন এবং দ্বিতীয় ভাগে ৬৯ জন বিধায়ক শপথ নেবেন। আগামী ৭ মে দ্বিতীয় দফার শপথগ্রহণ হবে। সেখানে দুই দফাতে ৭৪ জন করে বিধায়ক শপথ নেবেন। বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলে ৮ মে অর্থাৎ শনিবারই বিধানসভার অধিবেশন। তবে করোনা কালে ওই একদিনই আপাতত অধিবেশন ডেকেছেন রাজ্যপাল জগদীর ধনকড়। ওইদিন সমস্ত বিধায়কদের আসল শংসাপত্র ও পাসপোর্ট সাইজের ছবি আনতে বলা হয়েছে। ওইদিনই স্পিকার হিসাবে আবারও দায়িত্ব নিতে পারেন বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।