এই মুহূর্তে জেলা

প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতনের ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ।

হাওড়া , ২৬ এপ্রিল:- রাজ্যের প্রাক্তন ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ। সোমবার লক্ষ্মীরতন শুক্লা নিজেই এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকেই তাঁর এই দুই সোস্যাল সাইটের অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর থেকে তিনি নিজেও নিজের অ্যাকাউন্টে আর ঢুকতে পারছেন না। ইতিমধ্যেই পুরো বিষয়টি তিনি পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন। সকলকেই তিনি এই মুহুর্তে তাঁর ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্টের যাবতীয় মেসেজ ইগনোর করতে অনুরোধ জানিয়েছেন। মনে করা হচ্ছে ঘটনায় ভিন দেশি সাইবার হ্যাকারদেরও হাত থাকতে পারে।

লক্ষ্মীরতনের অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখা। এক ভিডিও বার্তায় লক্ষ্মীরতন অভিযোগ করেছেন, কেউ বা কারা তাঁর ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। তাঁর প্রোফাইল থেকে করা সমস্ত পোস্ট ও রিকোয়েস্ট অগ্রাহ্য করতে তিনি সকলের কাছে আবেদন জানিয়েছেন। লক্ষ্মীরতনের দাবি, ঘটনার কথা জানতে পেরেই তিনি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে, প্রাক্তন মন্ত্রীর অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।