উঃ২৪পরগনা , ২৫ এপ্রিল:- মারণ ভাইরাস ফের কাড়ল প্রাণ। প্রয়াত খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তিনদিন ভেন্টিলেশনে থাকার আজ সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য, দিন কয়েক ধরেই অসুস্থতা অনুভব করছিলেন কাজল সিনহা। উপসর্গ দেখা দিতেই নিভৃতবাসে চলে যান। লালারসের নমুনা পরীক্ষা করেন গত মঙ্গলবার। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এদিকে শারীরিক পরিস্থিতি সামান্য খারাপ হওয়ায় ঝুঁকি না নিয়ে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই আজ মৃত্যু হয় তাঁর। খড়দহের প্রার্থীর মৃত্যুর খবর পৌঁছতেই শোকে মুহ্যমান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে দলীয় পরিবারের সদস্যকে হারিয়ে মমতার লেখেন, “খুবই আকস্মিক এবং দুঃখজনক ঘটনা। তৃণমূলের খড়দহের প্রার্থী কাজল সিনহা প্রয়াত। করোনা আক্রান্ত ছিলেন তিনি। ওঁ জীবন মানুষের জন্য নিবেদন করেছিল। দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করেছেন নির্বাচনের জন্য। তাঁর অভাব অনুভব করব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তি কামনা করি।”