কলকাতা , ২৪ এপ্রিল:- কোভিড মহামারী মোকাবিলায় অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সংযুক্ত মোর্চা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস নেতা ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য এর নেতৃত্বে মোর্চার এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করে এই দাবি জানান। পরে বিমান বাবু বলেন, করোনা মোকাবিলা সম্পর্কে মোর্চার পক্ষে একটি চিঠি ও মুখ্য সচিবকে দেওয়া হয়েছে।
বর্তমান মহামারী ও সংকট নিরসনের জন্য সরকারের সবরকম ইতিবাচক পদক্ষেপকে সমর্থন ও সহযোগিতা করতে মানুষের কাছে তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ। তাই মানুষের স্বার্থে সীমিত ক্ষমতায় যে সব কর্মসূচি ইতমধ্যেই নেওয়া হয়েছে তা অব্যাহত রাখার পাশাপাশি করোনা মোকাবিলার দাবিগুলো নিয়ে স্বাস্থ্য বিধি মেনেই আন্দোলন জারি রাখা হবে বলেও বিমান বাবু জানান। পাশাপাশি কোভিড মোকাবিলায় মূল দায়িত্ব কেন্দ্র সরকারের হওয়ায় কেন্দ্রের সঙ্গে রাজ্যের সমন্বয়ের ঘাটতি রয়েছে বলেও ওই চিঠিতে অভিযোগ করা হয়।