এই মুহূর্তে জেলা

মাস্ক, স্যানিটাইজার বিতরণ করে সাধারণ মানুষকে করোনা সচেতন করলেন অরূপ।

হাওড়া, ২১ এপ্রিল:-করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশেই। বাংলাতেও করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষকে করোনা সচেতন করতে পথে নামলেন বিদায়ী মন্ত্রিসভার সমবায় মন্ত্রী অরূপ রায়। বুধবার সকালে হাওড়ার শিবপুর মন্দিরতলায় এক করোনা সচেতনতা কর্মসূচিতে অংশ নেন তিনি। পথচলতি সাধারণ মানুষের হাতে এদিন প্রায় ৪ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। অরূপ রায় জানান, সকলকে করোনা অতিমারীর সময়ে সাবধানে থাকতে হবে। প্রত্যেককে করোনা বিধি মেনে চলতে হবে। সকলেই যাতে করোনায় সুচিকিৎসা পান রাজ্য সরকার তার চেষ্টা করছে। হাওড়ায় ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামকে গত বছরের মতোই কোয়ারেন্টিন সেন্টার হিসেবে নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে। আইএলএস হাসপাতালকে নেওয়া হয়েছে। সঞ্জীবন হাসপাতাল, নারায়ণা হাসপাতালকেও করোনা চিকিৎসার জন্য নেওয়া হবে। কেউ যাতে না বিনা চিকিৎসায় থাকেন তা দেখা হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আজকে আমরা চার হাজার মাস্ক, স্যানিটাইজার বিতরণ করলাম। মানুষকে সচেতন হতে আমরা আবেদন জানালাম।