হাওড়া, ২১ এপ্রিল:-করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশেই। বাংলাতেও করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষকে করোনা সচেতন করতে পথে নামলেন বিদায়ী মন্ত্রিসভার সমবায় মন্ত্রী অরূপ রায়। বুধবার সকালে হাওড়ার শিবপুর মন্দিরতলায় এক করোনা সচেতনতা কর্মসূচিতে অংশ নেন তিনি। পথচলতি সাধারণ মানুষের হাতে এদিন প্রায় ৪ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। অরূপ রায় জানান, সকলকে করোনা অতিমারীর সময়ে সাবধানে থাকতে হবে। প্রত্যেককে করোনা বিধি মেনে চলতে হবে। সকলেই যাতে করোনায় সুচিকিৎসা পান রাজ্য সরকার তার চেষ্টা করছে। হাওড়ায় ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামকে গত বছরের মতোই কোয়ারেন্টিন সেন্টার হিসেবে নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে। আইএলএস হাসপাতালকে নেওয়া হয়েছে। সঞ্জীবন হাসপাতাল, নারায়ণা হাসপাতালকেও করোনা চিকিৎসার জন্য নেওয়া হবে। কেউ যাতে না বিনা চিকিৎসায় থাকেন তা দেখা হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আজকে আমরা চার হাজার মাস্ক, স্যানিটাইজার বিতরণ করলাম। মানুষকে সচেতন হতে আমরা আবেদন জানালাম।
Related Articles
দুয়ারে রেশন প্রকল্প চালু হলেও , কমিশন না মেলায় ক্ষোভ ডিলারদের।
আরামবাগ, ১ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি নাকি ছিলো কিন্তু পুরন হয়নি। পাইলট প্রোজেক্ট হিসাবে দুয়ারে রেশন প্রকল্প চালু হলেও রেশন ডিলাররা এখনও কমিশন পায়নি। এমন কি মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করলে ২.৫০ পয়সা করে কমিশন পাবে তাও দেওয়া হয়নি। অথচ নেতাজী ইনডোর স্টেডিয়ামে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঘোষণা করেছিলেন রেশন ডিলারদের পাইলট প্রোজেক্ট […]
হাওড়ায় এসে বিভিন্ন কন্টেনমেন্ট জোন এলাকা পরিদর্শন করে গেলেন সুরজিৎ কর পুরকায়স্থ।
হাওড়া , ১৬ জুলাই:- হাওড়ায় মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, বি গার্ডেন থানা এলাকার বিভিন্ন কন্টেনমেন্ট জোন এলাকা পরিদর্শন করে গেলেন পশ্চিমবঙ্গের স্টেট সিকিউরিটি অ্যাডভাইজর সুরজিৎ কর পুরকায়স্থ। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ পদস্থ কর্তারা। বৃহস্পতিবার দুপুর ১২-৫০ মিনিট নাগাদ তিনি এসে পৌঁছান উত্তর হাওড়ার ১২ নং ওয়ার্ডের উপেন্দ্র নাথ মিত্র লেনে কন্টেনমেন্ট জোন এলাকায়। এরপর […]
পুরভোট পরিচালনার জন্য ২৭ হাজারের বেশি ভোট কর্মী নিয়োগ করা হচ্ছে।
কলকাতা, ৫ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোট যত এগিয়ে আসছে প্রস্তুতিতে প্রশাসনিক তৎপরতাও বাড়ছে জোর কদমে। ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্বও শুরু হয়েছে। ইতিমধ্যেই দু দফায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের। আরও কয়েক দফা প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এবার কোনও মহিলা কর্মীকে নিয়োগ না করেই কলকাতার পুরভোট পরিচালনার পরিকল্পনা করেছে রাজ্য […]