কলকাতা , ২০ এপ্রিল:- রাজ্যে মাত্রাছাড়া করণা সংক্রমণ পরিপ্রেক্ষিতে মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২০২০ সালের মতো এ বছর ও মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, কেরাল, কর্ণাটক সহ যেসব রাজ্যে করোনা সংক্রমণ মারাত্মক চেহারা নিয়েছে, সেই সব রাজ্য থেকে ট্রেনে করে এরাজ্যে আসতে গেলে কোভিড টেস্ট করিয়ে আসতে হবে। দূরপাল্লার বাসের ক্ষেত্রে এই মনিটরিং কিভাবে করা যায়, তাও দেখতে বলা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য বাস স্ট্যান্ড এ মেডিক্যাল ক্যাম্প করতে বলা হয়েছে। প্রয়োজনে কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা ও করতে বলা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া কোনো সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা জমায়েত না করার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংকটজনক পরিস্থিতি না হলে কোনো করোনা আক্রান্ত রোগীকে কলকাতায় পাঠানোর প্রয়োজন বলে জেলা হাসপাতাল গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। জেলার সমস্ত হাসপাতালে যতটা সম্ভব সজ্জা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা চিকিৎসার জন্য যতটা সম্ভব পরিকাঠামো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য সরকারি আইন বা অর্থ কোন বাধা হয়ে দাঁড়াবে না। কয়েক দিনের মধ্যে ৮০০০ সজ্জা প্রস্তুত রাখতে বলা হয়েছে। আগামী দিনে যাতে পরিস্থিতি আরো খারাপ হলেও তার দ্রুত মোকাবিলা করা যায় বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। সোমবার রবীন্দ্রসদন এ জেলার সব হাসপাতালের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য দপ্তর। জেলার সমস্ত হাসপাতালে যতটা সম্ভব সজ্জা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। করোনা চিকিৎসার জন্য যতটা সম্ভব পরিকাঠামো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ।এর জন্য সরকারি আইন বা অর্থ কোন বাধা হয়ে দাঁড়াবে না। কয়েক দিনের মধ্যে ৮০০০ সজ্জা প্রস্তুত রাখতে বলা হয়েছে। আগামী দিনে যাতে পরিস্থিতি আরো খারাপ হলেও তার দ্রুত মোকাবিলা করা যায় বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর। সোমবার রবীন্দ্র সদন এ জেলার সব হাসপাতালের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য দপ্তর।