এই মুহূর্তে কলকাতা

পুরসভার সব ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

কলকাতা, ১৩ এপ্রিল:- কলকাতা ও সন্নিহিত এলাকায় ভয়াবহ করোনা গ্রাফ। এমত অবস্থায় পুরসভার সব ওয়ার্ডের পুরো স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রতিটি বেসরকারি সংস্থাকে নিজ উদ্যোগে সংস্থার কর্মীদের ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র দেওয়া হল। বহুতল আবাসন চাইলে তারাও স্থানীয় হাসপাতালে সঙ্গে যোগাযোগ করে আবাসনে কেমন করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে পারে। রাজ্য জুড়ে করোনার সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় আজ দুপুর থেকে দফায় দফায় বৈঠক করেন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। এই বৈঠকে ভ্যাকসিন দেওয়া নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আগামী ১৬ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। যে সমস্ত জেলায় পঞ্চম এবং ষষ্ঠ দফায় নির্বাচন হবে সেই সব জেলার প্রশাসনের কর্তাদের সঙ্গে তিনি ভার্চুয়াল বৈঠক করবেন। এছাড়াও বেশ কয়েকটি কেন্দ্রীয় সংস্থা, বেসরকারি শিল্প সংস্থা প্রতিনিধিরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সব বনিক সভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মুখ্যসচিব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব এইচকে দ্বিবেদী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগন এবং ডিজি পি নীরজ নয়ন এবং রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকরা।