কলকাতা, ১৩ এপ্রিল:- কলকাতা ও সন্নিহিত এলাকায় ভয়াবহ করোনা গ্রাফ। এমত অবস্থায় পুরসভার সব ওয়ার্ডের পুরো স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রতিটি বেসরকারি সংস্থাকে নিজ উদ্যোগে সংস্থার কর্মীদের ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র দেওয়া হল। বহুতল আবাসন চাইলে তারাও স্থানীয় হাসপাতালে সঙ্গে যোগাযোগ করে আবাসনে কেমন করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে পারে। রাজ্য জুড়ে করোনার সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় আজ দুপুর থেকে দফায় দফায় বৈঠক করেন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। এই বৈঠকে ভ্যাকসিন দেওয়া নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আগামী ১৬ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। যে সমস্ত জেলায় পঞ্চম এবং ষষ্ঠ দফায় নির্বাচন হবে সেই সব জেলার প্রশাসনের কর্তাদের সঙ্গে তিনি ভার্চুয়াল বৈঠক করবেন। এছাড়াও বেশ কয়েকটি কেন্দ্রীয় সংস্থা, বেসরকারি শিল্প সংস্থা প্রতিনিধিরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সব বনিক সভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মুখ্যসচিব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব এইচকে দ্বিবেদী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগন এবং ডিজি পি নীরজ নয়ন এবং রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকরা।
Related Articles
ভোটের মুখে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ হুগলির ভিক্টোরিয়া জুট মিলে।
প্রদীপ বসু, ৬ এপ্রিল:- ভোটের মুখে ফের সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুললো ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার ভিক্টোরিয়া জুটমিলে। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। গেটের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে কোনো রকম অশান্তি এড়াতে।অসহায়ের মধ্যে পড়ল শ্রমিক ও তাদের পরিবার। শ্রমিকদের দাবী উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছিল মিল কর্তৃপক্ষ। স্পিনিং বিভাগের ৭ জন শ্রমিকদের […]
বিজেপিকে একটি ভোটও দেবেন না , হুঙ্কার সংযুক্ত কিষান মোর্চা মহাপঞ্চায়েতের।
সুদীপ দাস , ১৪ মার্চ:- বিজেপিকে একটি ভোটও দেবেন না। তবে কাকে দেবেন ? বিজেপিকে হারাতে গেলে নিজ নিজ এলাকায় কাকে ভোট দিতে হবে তা আপনারা ভালো বুঝবেন। কিন্তু ভাজপাকে একটি ভোটও দেবেন না। সিংভূম থেকে ঐতিহাসিক সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার সংযুক্ত কিষান মোর্চা মহাপঞ্চায়েতের। পূর্ব ঘোষনা অনুযায়ী রবিবার সিঙ্গুর স্টেশনের কাছে কল্পনা সিনেমা হলের […]
এ বছরের মতো স্থগিত টি-২০ বিশ্বকাপ, অনুষ্ঠিত হবে আইপিএল।
স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- অবশেষে চলতি বছরের জন্য স্থগিতই হল টি-২০ বিশ্বকাপ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। এর ফলে ওই একই সময়ে আইপিএল আয়োজনের ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআইয়ের সামনে যে আর কোনও বাধা রইল না, তা বলাই বাহুল্য।এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল। […]