কলকাতা, ১৩ এপ্রিল:- কলকাতা ও সন্নিহিত এলাকায় ভয়াবহ করোনা গ্রাফ। এমত অবস্থায় পুরসভার সব ওয়ার্ডের পুরো স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রতিটি বেসরকারি সংস্থাকে নিজ উদ্যোগে সংস্থার কর্মীদের ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র দেওয়া হল। বহুতল আবাসন চাইলে তারাও স্থানীয় হাসপাতালে সঙ্গে যোগাযোগ করে আবাসনে কেমন করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে পারে। রাজ্য জুড়ে করোনার সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় আজ দুপুর থেকে দফায় দফায় বৈঠক করেন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। এই বৈঠকে ভ্যাকসিন দেওয়া নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আগামী ১৬ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। যে সমস্ত জেলায় পঞ্চম এবং ষষ্ঠ দফায় নির্বাচন হবে সেই সব জেলার প্রশাসনের কর্তাদের সঙ্গে তিনি ভার্চুয়াল বৈঠক করবেন। এছাড়াও বেশ কয়েকটি কেন্দ্রীয় সংস্থা, বেসরকারি শিল্প সংস্থা প্রতিনিধিরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সব বনিক সভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মুখ্যসচিব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব এইচকে দ্বিবেদী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগন এবং ডিজি পি নীরজ নয়ন এবং রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকরা।
Related Articles
বিনা অনুমতিতে গঙ্গাপারের নির্মান বন্ধ করে দিলো পুরসভা।
সুদীপ দাস, ২১ আগস্ট:- বিনা অনুমতিতে গঙ্গাপারের নির্মান বন্ধ করে দিলো পুরসভা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বকুলতলা ঘাটে। পুরসভা সূত্রে খবর, বছর তিনেক আগে ওই ঘাটে মহিলাদের জন্য একটি প্রসাধনী কক্ষ তৈরীর কাজ শুরু করে চুঁচুড়ার একটি ধর্মীয় সংগঠন। তৎকালীন হুগলির জেলাশাসক সঞ্জয় বনশলের নির্দেশে শুরুতেই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শনিবার […]
করোনা কবে নির্মূল হবে তা জানা নেই , তবে টিএমসি কবে যাবে সেটা আমার জানা আছে – দিলীপ ঘোষ।
হাওড়া , ২৫ ডিসেম্বর:- “করোনা কবে নির্মূল হবে তা জানা নেই। তবে টিএমসি কবে যাবে সেটা আমার জানা আছে।” শুক্রবার সকালে হাওড়ার লিলুয়া গুহ পার্ক এলাকায় বালি মন্ডল – ২ বিজেপির উদ্যোগে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, করোনা কবে নির্মূল হবে তা […]
মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সামলাতে পারছেন না তো বাংলা সামলাবেন কি করে – পীযূষ গোয়েল।
খড়্গপুর , ৩০ মার্চ:- দ্বিতীয় দফার ভোটের প্রচারে রেলশহর খড়্গপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবার বিকেলে খড়্গপুরের গিরিময়দান স্টেশন সংলগ্ন একটি রেলের কমিউনিটি হলে প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন রেলমন্ত্রী। সভার পোষাকি নাম ‘বিশেষ বৈঠক: ভিসন ফর বেঙ্গল’ রাখা হলেও আদতে তা ছিল রাজনৈতিক মঞ্চ। এদিন রেলমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর […]