ব্যারাকপুর , ১০ এপ্রিল:- মমতা বন্দোপাধ্যায় হেরে যাবেন বুঝতে পেরেই সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছেন। শনিবার বিকেলে বিজেপি প্রার্থী রাজু বন্দোপাধ্যায়ের হয়ে কামহাটিতে রোড শোয়ে অংশ নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন কামহাটির শহিদ বেদি মোড় থেকে বিজেপি পার্থী রাজু বন্দোপাধ্যায়ের সমর্থনে রোড শোটি শুরু হয়ে কামহাটির বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,এদিন শিতলকুচিতে গুলি চালানোর ঘটনা প্রমাণ করে মমতা বন্দোপাধ্যায়ের উস্কানি মুলক কথাবার্তা এর জন্যে কতটা দায়ি। উনি হেরে যাবার ভয়ে মানুষকে খেপিয়ে দিচ্ছেন। শিতলকুচিতে ভোটদানে বাধা দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় বাহিনীর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এমনকি ভোটারদের ভোটদানেও বাঁধা দেওয়া হয়েছিল। তাই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৫ জনের মৃত্যুর জন্যে পুরোপুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ই দায়ী। দিলীপবাবুর দাবি মুখ্যমন্ত্রী যে ভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে উস্কানি মুলক কথাবার্তা বলে চলেছেন,তাতে উনার বিরুদ্ধে সুয়োমটো মামলা রুজু হওয়া উচিত। নির্বাচন কমিশনের উচিত উনাকে আগামী দিনে সবরকম নির্বাচনী প্রচার থেকে বিরত রাখা। উনি এখন সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন। দিলীপ ঘোষের দাবি আগামী ২ মের পর উনি পদত্যাগ করবেন। এদিন কামহাটি বিধানসভা কেন্দ্রের পার্থী রাজু বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্ররোচনা ও ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন।