এই মুহূর্তে কলকাতা

কমিশনের চাওয়া তার বক্তব্যের ব্যাখ্যা জমা দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১০ এপ্রিল:- কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে ভোট দিতে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের কাছে তার বক্তব্যের ব্যাখ্যা জমা দিয়েছেন। আজ কমিশনকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হলে গণতান্ত্রিক উপায়ে ভোটারদের বা বিশেষ করে মহিলাদের ঘেরাও করার কথা বলেছেন। ঘেরাও প্রতিবাদের একটা গণতান্ত্রিক মাধ্যম বলে তিনি উল্লেখ করেছেন। ঘেরাও মানে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরার কথা বলা হয়নি বলে তিনি জানিয়েছেন। বরং আলাপ-আলোচনার ভিত্তিতে তা মিটিয়ে নেওয়ার কথা বলেছেন বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। গণতন্ত্র ও সংবিধানের পবিত্রতা রক্ষা করাই তার বক্তব্যের উদ্দেশ্য বলে তৃণমূল নেত্রী জানিয়েছেন। এই নিয়ে তিনি কোন আদর্শ আচরণবিধি ভঙ্গ করেননি বলে দাবি করেছেন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের উস্কানি দেওয়ার কোন চেষ্টাও তিনি করেননি বলে চিঠিতে উল্লেখ করেছেন।