এই মুহূর্তে কলকাতা

চতুর্থ দফার ভোট নির্বিগ্নে করার লক্ষ্যে কমিশন বদ্ধপরিকর।

কলকাতা, ৯ এপ্রিল:-আগামীকাল চতুর্থ দফার নির্বাচনে যাদবপুর কসবা টালিগঞ্জ পূর্ব ও পশ্চিম এবং মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে। সবকটি কেন্দ্র খাতায়-কলমে দক্ষিণ দক্ষিণ ২৪ পরগনা হলেও এই কেন্দ্রগুলি কলকাতা পুরসভার অধীনে রয়েছে। সেই অর্থে আগামীকালই হতে চলেছে কলকাতার প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। এই ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে হয় সেজন্য কমিশনের সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ উদ্যোগ নিয়েছে। আগামীকাল প্রতিষ্ঠি থানা এলাকায় ভোট পর্ব যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে সেজন্য গতকালই পুলিশ কমিশনার সৌমেন মিত্র পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বলে সূত্রে জানা গেছে।

তিনি নির্দেশ দিয়েছেন কাল সামান্য গোলমালের খবর পেলেই পুলিশ বাহিনীর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায়। এই সঙ্গে তিনি আরও জানিয়েছেন নির্বাচন কমিশনএর নির্দেশ মতোই প্রতিটি ব্যবস্থা গ্রহণ করতে হবে।। এদিকে কলকাতার ভোটগ্রহণপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই শহরে ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৭২১ ভোটকেন্দ্রের ২৩৪৩ ট্রিবুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এছাড়াও রাস্তায় নামানো হবে সাড়ে চার হাজার অতিরিক্ত পুলিশ। থাকবেন ৩৩ জন ডেপুটি কমিশনার ছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকরাআকাশপথে নজরদারি রাখতে একাধিক জায়গায় ড্রোন ব্যবহার করা হবে।সেই সঙ্গে বহিরাগত ঢুকতে শহরের প্রবেশ পথগুলোতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নাকা চেকিং।