এই মুহূর্তে কলকাতা

মহিলা প্রার্থীদের ওপর হামলা, নিরাপত্তা বাড়াচ্ছে কমিশন

কলকাতা , ৮ এপ্রিল:-রাজ্যে তৃতীয় দফার ভোটের দিন দুই মহিলা প্রার্থী আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন মহিলা প্রার্থীদের নিরপত্তা বারানোর নির্দেশ দিয়েছে। নির্দল সহ সব মহিলা প্রার্থী ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। কমিশন সূত্রে খবর সাধারণত কোন প্রার্থীকে একজন করে নিরাপত্তারক্ষী দেওয়া হয়। তবে প্রয়োজনে এই সংখ্যাটা বাড়ানো হয়ে থাকে। কিন্তু এখন থেকে মহিলা প্রার্থী চাইলে একাধিক সশস্ত্র রক্ষী দেওয়া হবে। অবশ্যই পুরুষের সঙ্গে মহিলা নিরাপত্তারক্ষী ও থাকবেন বলে জানা গেছে। আগামী শনিবার চতুর্থ দফার নির্বাচনে ৫ জেলার ৪৪ টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ হবে। তার আগেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চতুর্থ পর্বের নির্বাচন থেকেই রাজ্যের সব মহিলা প্রার্থীদের বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। এই নিয়ে কমিশন ভোট বাকি থাকা প্রত্যেকটি জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও পাঠিয়ে দিয়েছে।

গত ৬ এপ্রিল তৃতীয় দফার নির্বাচনে শাসক পক্ষের ৪ জন ও বিজেপির ২জন প্রার্থী আক্রান্ত হন। প্রত্যেকটি ঘটনা ঘটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই। কিন্তু তাঁরা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে গিয়েছেন বলে অভিযোগ। সব দলের তরফেই এব্যপারে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সাধারনত বাংলায় বিধানসভা বা লোকসভা নির্বাচনে মহিলা-পুরুষ নির্বিশেষে ভোটের দিন একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী পেয়ে থাকেন জেলা প্রশাসনের কাছ থেকে। কিন্তু এখন রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করে কমিশন মহিলা প্রার্থীদের নিরাপত্তারক্ষীর সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে রাজ্যের সব মহিলা প্রার্থীরা ভোটের দিন ২জন করে নিরাপত্তারক্ষী পাবেন। এই মর্মেই সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে কমিশন। তবে স্পর্শকাতর এলাকার ভিত্তিতে মহিলা প্রার্থীর নিরাপত্তারক্ষীর সংখ্যা আরও বৃদ্ধি করতে প্রয়োজনমতো জেলাগুলিকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে।