এই মুহূর্তে কলকাতা

বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চার জেলার ৩০টি আসনে মোট ৩৭.৪২ শতাংশ ভোট পড়েছে।


কলকাতা , ১ এপ্রিল:- বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চার জেলার ৩০টি আসনে মোট ৩৭.৪২ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের অ্যাপ অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোট চলছে দ্বিতীয় দফায়। এরমধ্যে সবচেয়ে আলোচিত আসন হল নন্দীগ্রাম। এই বিধানসভায় ভোট পড়েছে ৩৪.১২ শতাংশ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বেলা সাড়ে ১১টা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় ভোট পড়েছে ৩৮.২৭%, পশ্চিম মেদিনীপুরে ৪১.৪৯%, বাঁকুড়ায় ৩৬.৯২% এবং দক্ষিণ ২৪ পরগনায় ২৭.০৫% ভোট পড়েছে। প্রচন্ড দাবদাহে চলছে ভোট। গরম এবং করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত হবে ভোটগ্রহন।