সুদীপ দাস , ৩১ মার্চ:- গোঘাটের পর মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এসে নামে হুগলীর সিঙ্গুরে। সিঙ্গুরে এদিন নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা চলাকালীন সিঙ্গুরে জমি আন্দোলনের প্রবাদ প্রতিম মুখ মাতঙ্গীনিকে মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রী। এদিন সভামঞ্চ থেকে সিঙ্গুরের বিজেপি প্রার্থী মাষ্টারমশাইকে বলেন,আমি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার আমি দীর্ঘায়ু কামনা করি। শুধু মাষ্টারমশাই আপনাকে বলি এবারে আপনি বাড়িতে থেকে সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচাকে আশীর্বাদ করুন। এদিন সভামঞ্চ থেকে সিঙ্গুরের জমি আন্দোলনের দিনগুলির কথা উঠে আসে মমতার গলায়।
সিপিএমের পুরনো দিনের অত্যাচারের কথা উঠে আসে। আর বিজেপিকে নিশানা করে মমতা বলেন কতগুলো ধার করা লোককে নিয়ে রাজ্যে বিজেপি চলছে। ওদের কারোর একটা প্রার্থী হওয়ার লোক নেই। না হলে দেখুন ৯২ বছরের বৃদ্ধ মাষ্টারমশাইয়ের কোথায় হাত-পা টিপে দেবে তা না দিয়ে তাঁকে প্রার্থী করে দিয়েছে। পাশাপাশি হুগলীর সাংসদের বিধায়ক পদে দাঁড়ানো নিয়ে মমতা বলেন লকেট একটা এমপি তাঁকে কোথায় নামিয়ে দিলো, ছিলো সিংহ হলো বেড়াল। এইসমস্ত ধার করা লোক আর তৃণমূলের কিছু গদ্দার নিয়ে বিজেপি ভাবছে বাংলা দখল করবে!!