এই মুহূর্তে কলকাতা

বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে বিরোধী দলের নেতা-নেত্রীদের চিঠি মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ৩১ মার্চ:- বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সহ বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীদের চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মমতার বক্তব্য, এই বিলের মাধ্যমে দিল্লিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নেওয়া হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। চিঠিতে তৃণমূলের অভিযোগ, দেশে একদলীয় নীতি চালু করতে চাইছে বিজেপি। অ বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার।

তদন্তকারী সংস্থাকে দিয়ে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের হেনস্থা করা হচ্ছে। কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং কেন্দ্রের শাসক দলের সঙ্গে বিরোধী দলের সম্পর্ক কখনো এত খারাপ ছিল না বলে জানান তিনি। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়েছেন মমতা। সোনিয়া গান্ধী ও শরদ পাওয়ার ছাড়াও ডিএমকের এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন,‌ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সহ মোট ১৪ জন নেতাকে চিঠি পাঠিয়েছেন মমতা।