এই মুহূর্তে জেলা

করোনা সচেতনতায় হাওড়ায় পথে পুলিশ , চলল প্রচার , রাস্তাঘাটে মাস্ক বাধ্যতামূলক করা হলো।

হাওড়া , ২৩ মার্চ:- রাজ্যে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। আগামী দিনে আক্রান্তের হার বেড়ে জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। তার মোকাবিলায় এখন থেকেই সতর্কতা নেওয়া হলো হাওড়া পুলিশ প্রশাসনের তরফ থেকে। হাওড়া শহর এলাকাতেও করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাস্তাঘাটে মাস্ক পরা বাধ্যতামূলক করল হাওড়া সিটি পুলিশ। এর পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের তরফ থেকে মঙ্গলাহাট, বঙ্গবাসী মোড়, হাওড়া ময়দান সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে করোনা সচেতনতায় প্রচার চালানো হয়। সাধারণ পথচারী, গাড়ি চালক, টোটো চালক, থেকে শুরু করে মঙ্গলাহাটের ক্রেতা, বিক্রেতা যাদের মুখে এদিন মাস্ক ছিলো না, এমন সকলকেই এদিন বাধ্যতামূলকভাবে মাস্ক পরানো হয়। তাদের মাস্ক পরতে সচেতনও করা হয়।