এই মুহূর্তে জেলা

কলের পাইপ দিয়ে তালা ভেঙে চুঁচুড়ায় পর পর চুরির ঘটনায় চাঞ্চল্য।


হুগলি, ১০ এপ্রিল:- হুগলী চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাঙ্খাটুলি এলাকার সাতটি দোকান ও একটি মন্দিরে সিরিয়াল চুরি হয় গতকাল রাতে। বাসিন্দারা জানিয়েছেন পুরসভার কলের পাইপ ভেঙে সেই পাইপ দিলে তালা ভাঙে চোর। তারপর একে একে মুদিখানা, চায়ের দোকান সেলুন থেকেও নগদ টাকা ও সামগ্রী চুরি করে। একটি মন্দিরের প্রনামী বাক্সে প্রায় পঁচিশ হাজার টাকা ছিল।

বজরংবলি মন্দির সংস্কারের জন্য টাকা জমানো হচ্ছিল। সেই টাকাও চুরি হয়েছে। ঘটনার খবর পেয়ে যান দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মাঝি চুঁচুড়া থানার পুলিশ। কাউন্সিলর বলেন, পুলিশের উপর আস্থা আছে।এর আগেও ওই এলাকায় চুরি হয়েছে। এটা একজনের কাজ নয় একটা গ্যাং আছে। ব্যবসায়ীরা জানিয়েছেন এলাকার সিসিটিভি খতিয়ে দেখে চোরের খোঁজ শুরু করেছে পুলিশ।