এই মুহূর্তে জেলা

পুলিশকর্মীর বিরুদ্ধে কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে উত্তেজনা কানাইপুরে

হুগলি , ২২ মার্চ:- রক্ষকই যখন ভক্ষক। হ্যা এমন ছবি দেখা গেল কোন্নগরের কানাইপুর বাসাই কলোনি এলাকায়।ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় কানাইপুরে।কানাইপুর বাসাই কলোনির বাসিন্দা কোলকাতা পুলিশের কর্মী সুশান্ত দাস ওরফে টোটোনের বিরুদ্ধে অভিযোগ উঠলো কানাইপুর কলোনির বাসিন্দা এক কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার। কলেজ ছাত্রী এদিন জানায় সুশান্ত দাস ওরফে টোটোন ওই ছাত্রীকে মেয়েকে পড়ানোর প্রস্তাব দিয়ে তার ফোন নম্বর নেয়। এরপর সন্ধের পর কানাইপুর স্পোটিং মাঠ এলাকায় ছাত্রীকে একা ডাকে। ছাত্রীটি যেতে অস্বীকার করলে তাকে ফোনে খুবই অশ্লীল কথা ও কুপ্রস্তাব দেয়।

এরপর ওই ছাত্রী বিষয়টি বাড়িতে জানাতেই এলাকার মানুষ জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে।ফোন কলের রেকর্ডিং সহ পুলিশকর্মী সুশান্ত দাসের কঠিন শাস্তির দাবিতে কানাইপুর ফাঁড়িতে এসে বিক্ষোভ দেখায়।এরপর কানাইপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ অনুপ মন্ডল ছাত্রীর কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে অভিযুক্তের যথাযথ শাস্তির কথা দিলে ছাত্রীকে নিয়ে ফিরে যায় এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দারা অভিযোগ করে যদি একজন পুলিশ কর্মী একজন ছাত্রীর সাথে এমন ঘটনা ঘটাতে পারে তাহলে তারা মানুষের সুরক্ষা কিভাবে দেবে। অভিযুক্ত পুলিশকর্মী সুশান্ত দাস ওরফে টোটোনের কঠোর শাস্তির দাবি জানায় এলাকার বাসিন্দারা।