এই মুহূর্তে জেলা

ক্রাইম থ্রিলারকেও হার মানাল হাওড়া স্টেশনের ঘটনা।

হাওড়া, ২১ মার্চ:- হাওড়া স্টেশনে ঘুমন্ত ব্যক্তির কাছ থেকে মোবাইল চুরি করে পালিয়ে গিয়েছিল কুখ্যাত এক দুষ্কৃতী। বিষয়টি দেখে ফেলে রেল পুলিশ। মোবাইল চুরি করে চম্পট দেওয়ার সময় পুলিশ তাকে ধাওয়া করে। বেশ কিছুটা যাওয়ার পর অবশেষে পুলিশ মোবাইল সহ পাকড়াও করে তাকে। পরে তাকে জেরা করে জানা যায় সে ডাকাতি পরিকল্পনার কেসের ফেরার। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিজয় প্রসাদ ( ২৮ )। বাড়ি হুগলি ভদ্রেশ্বরে। শনিবার হাওড়া স্টেশনের সিসিটিভিতে রেল পুলিশ লক্ষ্য করে স্টেশনের ওল্ড কমপ্লেক্সের একজন ঘুমন্ত ব্যক্তির চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। সে চেষ্টা করছিল ঘুমন্ত সেই যাত্রীর মোবাইল হাতিয়ে নিতে। এই ঘটনা দেখেই সঙ্গে সঙ্গে সেই জায়গার কর্তব্যরত রেল পুলিশকে জানানো হয় কন্ট্রোল রুম থেকে।

এরইমধ্যে সেই ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির মোবাইল হাতিয়ে নিতে সক্ষম হয়। মোবাইল হাতিয়ে নিয়েই সে সেখান থেকে পালাতে যায়। বিষয়টি দেখে রেল পুলিশ তাকে অনুসরণ করে। বেশ কিছুক্ষণ তাকে ধাওয়া করার পর অবশেষে পুলিশের জালে মোবাইল সহ ধরা পড়ে বিজয়। সে জেরায় তার অপরাধের কথা স্বীকার করে। সে জানিয়েছে ওই ব্যক্তি যখন ঘুমিয়ে ছিল তখন সে চুরি মোবাইলটা চুরি করে। এর আগেও বিজয় একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে। জিআরপি সূত্রে জানা গিয়েছে সে একটি ডাকাতি পরিকল্পনা মামলার অভিযুক্ত। এতদিন সে ফেরার ছিল।