হুগলি , ১৮ মার্চ:- ঐতিহাসিক মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তিনবারের জয়ী তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়। এদিন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তিনি বলেন জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী। এবারে জয়ের মার্জিন আগের থেকে অনেক বেশি হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য জুড়ে উন্নয়ন করেছেন এবং সার্বিক উন্নয়নের সুফল সারা বাংলার মানুষ পেয়েছেন। তাই শ্রীরামপুরের মানুষ তৃণমূলকেই জয়যুক্ত করবেন। সঙ্গে ছিলেন শ্রীরামপুর ও রিষড়া পৌরসভার পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায়, বিজয় সাগর মিশ্র সহ তৃণমূলের নেতৃবৃন্দ।
অন্যদিকে এদিনই শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে জাঙ্গিপাড়ার বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার তার মনোনয়নপত্র জমা দেন। এদিন দুপুরে তিনি মনোনয়ন জমা দিয়ে বলেন যে উন্নয়নের নামে মানুষকে প্রতারিত করা হচ্ছে। উন্নয়ন হয়েছে ঠিকাদারদের।মানুষের কোনো উন্নয়ন হয়নি এখনো জাঙ্গিপাড়া মানুষ স্বাস্থ্যপরিসেবা থেকে বঞ্চিত। প্রতিবছর এখানে সাপে কেটে বহু মানুষ মারা যান কিন্তু এখানকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোনরকম সাপে কাটার ভ্যাকসিন নেই। তাই এবারের জাঙ্গিপাড়ার মানুষ বঞ্চনার বিরুদ্ধে ভোটের দিন পদ্ম ফুল ফোটাবে।