এই মুহূর্তে জেলা

অপহরণ করে মুক্তিপণ না পেয়ে ১০ বছরের ছেলেকে খুনের অভিযোগে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো শ্রীরামপুর আদালত।

হুগলি, ২২ মে:- আজ ২০১৩ সালের চন্ডীতলা থানার একটি কেসে শ্রীরামপুর আদালতের প্রথম দায়রা বিচারক মনোজ কুমার রাই উত্তম বিশ্বাস নামক মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। বিষয়টি হল একটি ১০ বছরের নাবালক ছেলে যার নাম শুভ তাকে অপহরণ এবং অপহরণ করার পর তার বাবা গোকুল হালদারের কাছ থেকে কয়েক লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয়েছিল। ততক্ষণে শুভকে উক্ত উত্তম বিশ্বাস খুন করে তার বাড়ির পাশের একটি খড়ের গাদায় লুকিয়ে রেখে দিয়েছিল। অপহরণের সাত দিন পর ওই খড়ের গাধা থেকে নাবালক শুভর মৃতদেহ উদ্ধার হয়।

এরপর ২০১৩ সাল থেকে সিআইডি এই কেসের তদন্ত করে এবং চার্জ সিট পেশ করার পর মামলার বিচার প্রক্রিয়া চলতে থাকে। আদালত উত্তম বিশ্বাসকে অপহরণ এবং অপহরণ করার পর মুক্তিপণ চাওয়া তাকে খুন করা এবং প্রমাণ লোপাটের দোষে দোষী সাব্যস্ত করে। আগামী পরশুদিন তার সাজা ঘোষণা হবে। অপরদিকে উক্ত উত্তম বিশ্বাসের সহযোগী বাকি তিনজন আসামিকে আদালত বেকসুর খালাস করেছে তাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ ছিল।