হুগলি, ১৭ মার্চ:- নরেন্দ্র মোদী অমিত শাহ টাকার থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কাউকে চার কোটি কাউকে ছয় কোটি, কাউকে ২৫ কোটি কাউকে ৪০ কোটি দেবার লোভ দেখাচ্ছে, আর দুদিকে দুটি দড়ি নিয়ে নরেন্দ্র মোদি আর অমিত শাহ দাঁড়িয়ে আছেন বলছেন নাচ বুলবুল নাচ আর এখানকার সেই বুলবুলরা সেই দড়ির ওপর উঠে তিড়িংবিড়িং করে নাচছে। আজ উত্তরপাড়া বিধানসভার কানাইপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের সমর্থনে এক পথসভায় এসে এই ভাবেই ক্ষোভ উগরে দিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ, নরেন্দ্র মোদির ডাকে পাজামা পাঞ্জাবী পড়ে চার্টার্ড প্লেনে দিল্লি গিয়েছিলেন এখানকার বাবু। তাকে একা যেতে দেখে তাকে বলা হয়েছিল কোন্নগর পৌরসভার চেয়ারম্যান তো আপনার লোক শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তো আপনার লোক কই তাদের তো আনতে পারলেন না।
সাতদিন সময় নিয়ে ডুমুরজলা স্মৃতি ইরানি সভাতেও একাই গিয়ে হাজির হয়েছিলেন। এক ধাক্কায় চল্লিশ কোটি থেকে চার কোটিতে তার দর নেমে গেছে। কল্যান বাবু জানান মমতা বন্দ্যোপাধ্যায় কে আঘাত করে কেউ তাকে দমিয়ে রাখতে পারবে না। আজ থেকে বহু বছর আগে সিপিএমও পারিনি আর আজকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ও পারবে না। হুইল চেয়ার নিয়ে বাংলার নেত্রী সারা বাংলার চষে বেড়াচ্ছেন। কল্যান বন্দোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলেন 2 রা মের পর এইসব বিড়ালগুলো সবই ইদূর বনে যাবে সেই দিন তাদের সঙ্গে মোকাবিলা হবে। কল্যানবাবু বলেন এবারে আর রবীন্দ্রসঙ্গীত বাজেবে না এবারের ডিজে বাজবে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। রামকে নিয়ে রাজনীতি করে। রাম আমাদের মন্দিরে আছেন রাম আমাদের হৃদয় আছে। তাই বাংলার মানুষ বিজেপি কেন এই রাজনীতি করছে সেটা ভালোই জানেন। এবারের ভোটে তার জবাব বিজেপি পাবে। সাংসদ কল্যাণ ব্যানার্জির আজকের পথসভা শুনতে কোন্নগরের বহু মানুষ উপস্থিত ছিলেন এদিন সন্ধ্যায়c