এই মুহূর্তে কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে শুভেন্দু অধিকারীর আনা অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন।

কলকাতা , ১৬ মার্চ:- তৃণমূল নেত্রী ও নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে শুভেন্দু অধিকারীর আনা অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারীর অভিযোগকে এক প্রকার ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি সিবিআই মামলা ও অসমের ৫টি মামলা নিয়ে মোট ছটি মামলা আছে। এটা শুভেন্দু অধিকারী চিঠি লিখে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এদিকে কমিশন শুভেন্দুর এই অভিযোগ খারিজ করে দিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে একজন সরকারি কর্মীর নামে সিবিআই মামলা হয়েছিল। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সিবিআই সূত্র তাই বলছে। এর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। এছাড়া অসমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা আছে বলে যে অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন সেই মামলারও কোনও হদিশ কমিশন পায়নি বলে কমিশন সূত্রে জানা গেছে।

এছাড়াও যে পদ্ধতিতে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তথ্য গোপন করে মনোনয়নের হলফনামা জমা করেছেন বলে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন সেই পদ্ধতিও সঠিক নয় বলে কমিশনের বক্তব্য। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে কেউ কোনও প্রার্থীর নামে অভিযোগ করলে তা উপযুক্ত প্রমাণ সহ রিটার্নিং অফিসারের কাছে হলফনামা দিয়ে অভিযোগ জানাতে হয়। শুভেন্দু অধিকারী সেই নিয়ম মেনে অভিযোগ করেননি। কাজেই তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা অভিযোগের কোনও গ্রহণযোগ্যতা নেই। কমিশনের এই বক্তব্য শুভেন্দু অধিকারীর পক্ষে নন্দীগ্রামে যথেষ্ট প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে। কেননা তিনি তমলুকের নীমতৌড়ি থেকে একটি সভা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই অভিযোগ করেছিলেন। বলেছিলেন, “মাননীয়া নন্দীগ্রাম থেকে নমিনেশন জমা দিয়েছেন। আমি অবজেকশন করছি। ৬ টা মামলা তাঁর বিরুদ্ধে আছে। তিনি তা হলফনামায় উল্লেখ করেননি। এটা তথ্য গোপন। ২০১৮ তে তাঁর নামে অসমে ৫টি মামলা আছে। একটি সিবিআই মামলা পেন্ডিং আছে। এসব আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই মাননীয়াকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত।” তবে শুভেন্দুর এই অভিযোগ খারিজ করল কমিশন।