কলকাতা , ১৬ মার্চ:- দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়তে শুরু করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাজ্য গুলিকে আলোচনায় ডেকেছেন৷ আগামী কাল দুপুরে এক ভার্চুয়াল বৈঠক করোনা পরিস্থিতি নিয়ে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখোমুখি হবেন বলে জানা গেছে। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে একাধিকবার এই ধরনের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী৷ শেষ বার জানুয়ারি মাসে এই বৈঠক হয়েছিল৷ তার পর ধীরে ধীরে গোটা দেশেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল৷ কিন্তু গত কয়েকদিনে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক এবং পঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷
সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ২৬,২৯১ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ গত ৮৫ দিনের মধ্যে দৈনিক সংক্রমণের নিরিখে যা সর্বোচ্চ৷ শেষ চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১১৮ জনের৷ আগামী বুধবারের বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি টিকাকরণ নিয়েও মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করার কথা প্রধানমন্ত্রীর৷ এই মুহূর্তে মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব এবং কর্ণাটককে নিয়েই সবথেকে বেশি উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার৷ গত চব্বিশ ঘণ্টায় এই চার রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ১৬০০০, ১৮০০, ১৫০০ এবং ৯৩৪ জন৷