সুদীপ দাস , ১৪ মার্চ:- বিজেপিকে একটি ভোটও দেবেন না। তবে কাকে দেবেন ? বিজেপিকে হারাতে গেলে নিজ নিজ এলাকায় কাকে ভোট দিতে হবে তা আপনারা ভালো বুঝবেন। কিন্তু ভাজপাকে একটি ভোটও দেবেন না। সিংভূম থেকে ঐতিহাসিক সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার সংযুক্ত কিষান মোর্চা মহাপঞ্চায়েতের। পূর্ব ঘোষনা অনুযায়ী রবিবার সিঙ্গুর স্টেশনের কাছে কল্পনা সিনেমা হলের সামনে আয়োজিত সভায় উপস্থিত হয়ে বাংলায় ভোটের আগে বিজেপির বিরুদ্ধে এভাবেই সরব হলেন দিল্লী সীমান্তে আন্দোলনরত কৃষকদের এক প্রতিনিধি দল। দলের সদস্য অভিক সাহা প্রথমেই বাংলায় বক্তব্য দিতে উঠেই বলেন আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য,
একটাই কথা বিজেপিকে একটি ভোটও দেবেন না। এদিন দিল্লী সীমান্তে তাঁদের আন্দোলন ১০৮ দিনে পরলো। এদিন সিঙ্গুরে দাঁড়িয়ে তাঁরা বলেন আমরা দেশের মোট ২৯টি রাজ্যে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবো। এদিন এই সভাস্থলে সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না থাকলেও কৃষক নেতারা আসার পর মঞ্চে তাঁর জায়গা হয়নি। কারন কৃষক নেতারা পরিষ্কার জানিয়ে দেন মঞ্চে যেন কোন রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকে। কারন বিজেপির বিরুদ্ধে প্রচার চালালেও তাঁরা কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচারে আসেননি। তাঁরা সম্পূর্ন একটি অরাজনৈতিক সংগঠন।