হুগলি , ১৩ মার্চ:- মুখ্য নির্বাচন কমিশনার একজন ব্যর্থ, অপদার্থ। উনি নরেন্দ্র মোদী, অমিত সাহর হয়ে কাজ করছেন, তাই পশ্চিমবাংলায় আট দফা নির্বাচন করেছেন তবে শুনে রাখুন বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দোপাধ্যায়, আপনি যতই চেষ্টা করুন আটকাতে পারবেন না-দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির উত্তর পাড়ায় দলীয় প্রার্থী কাঞ্চন মল্লিকের সমর্থনে এক কর্মী সম্মেলনে এসে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারের কাজ নিয়ে এভাবেই প্রশ্ন তোলেন সংসদ। পাশাপাশি তিনি বলেন আপনাকে জবাব দিতে হবে তামিলনাড়ুতে একদফায় নির্বাচন হলেও এরাজ্যে আট দফা কেন? আপনি বলতে পারবেন না কারন গত নির্বাচনে এরাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে,
তাহলে বিজেপিকে সুবিধা করতেই আপনার এই সিদ্ধান্ত। একই সাথে তিনি বলেন আপনি কি অন্ধ নাহলে আমাদের প্রার্থীর একজন সিকিউরিটি এবং বিজেপি নেতার পেছনে এত সিকিউরিটি কেন কারন নির্বাচনের আইনটা আপনি জানেন না আপনি শুধু জানেন ক্ষমতা। পাশাপাশি তিনি বলেন প্রেস কনফারেন্সে আপনার চোখের জল কি নরেন্দ্র মোদিকে ছেড়ে চলে যাবার জন্য। পাশাপাশি তিনি মুখ্য নির্বাচন কমিশনার কে চ্যালেঞ্জ করে বলেন আপনি ৩২৪ ধরার অপপ্রয়োগ করছেন, ক্ষমতা থাকলে আপনি আসুন আমি থাকবো সারা ভারতবর্ষকে বোঝাবো আপনার ক্ষমতা কি এবং আপনি কিভাবে ক্ষমতা কিভাবে অপব্যবহার করছেন, কাজেই আপনি নিরপেক্ষ নন কিন্তু টি এন শেসন যা কাজ করেছিলেন মানুষ তাকে মনে রাখবে।