এই মুহূর্তে কলকাতা

২০ লক্ষ জনের টিকাকরণের পর রাজ্য এখন দেশের মধ্যে দ্বিতীয় স্থানে।

কলকাতা , ১৩ মার্চ:- ২০ লক্ষ জনের টিকাকরণের পর রাজ্য এখন দেশের মধ্যে দ্বিতীয় স্থানে। একমাত্র রাজস্থান পশ্চিমবঙ্গের চেয়ে এগিয়ে। পোর্টালের সমস্যা অনেকটা মিটে যাওয়ায় টিকাকরণ গতি পেয়েছে। আজ আবার দিনে দেড় লক্ষের বেশী জন টিকা নিয়েছে, আগামী সপ্তাহে দৈনিক ২ লক্ষের বেশী হতে পারে বলে আশা করা যায়। আজ আরেকটি মাইল ফলক ছুঁয়ে ফেলল রাজ্য, এই প্রথম একদিনে এক লক্ষের বেশী ষাটোর্ধ ও বয়স্করা টিকা নিয়েছে আজ। সব মিলিয়ে ২৫২৬ টি কেন্দ্রে প্রায় ১,৪৭,৬৯৭ জন প্রথম ডোজ টিকা নিয়েছে

আর দ্বিতীয় ডোজ নিয়েছে ২১,৪০৪ জন। মোট ১,৬৯,১০১ জন টিকা নিয়েছে এর মধ্যে ৯৮,৮০০ জন ষাটোর্ধ বয়সের এবং ২৪,৫৯৩ জন ৪৫-৫৯ বয়সের যদের অন্য অসুস্থতাও আছে। আজ অবধি টিকা নিয়েছে সব মিলিয়ে মোট ২২.৪১ লক্ষ জন। একটিমাত্র সামান্য পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পওয়া গেছে। গতকাল ৬৫ বছরের বেশী বয়স্ক একজন অসুস্থ হয়েচেন। গতকাল তিনি কোভিশিল্ড নিয়েছিলেন। তার যক্ষা হয়েছিল। অল্প জ্বর ও শুকনো কাশির জন্য তাকে মুর্শিদাবাদ মেডিকাল কলেজের হাসপাতালে ভর্তি হয়েছেন।