কলকাতা, ৯ মার্চ:- স্ট্যান্ড রোডের রেল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড় দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রেলের গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন ঠিক সময়ে খবর পেয়েও দমকল দ্রুত না এসে পৌঁছনোয় এত বড় দূর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৯ জনের মৃত্যুর দায় কে নেবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় মৃত ৯ জনের দেহই শনাক্ত করা হয়েছে। নিহত হেয়ার স্ট্রীট থানার এ এস আই বাগুইহাটির বাসিন্দা অমিত ভাওয়ালকে কলকাতা পুলিশের তরফে আজ লালবাজারে গান স্যালুট দেওয়া হয়। এইদিন বিজেপি নেতা মুকুল রায় ও স্বপন দাশগুপ্ত ছাড়াও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে গতকাল ঘটনাস্থলে রেলের আধিকারিকরা থাকলেও বাড়ির ম্যাপ যে পাওয়া যায়নি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী তা স্বীকার করে নেন। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ঘটনাস্থলে গিয়ে বাড়িটির ম্যাপ পাওয়া যায়নি বলে অভিযোগ জানিয়েছিলেন।
Related Articles
১ জুলাই থেকে মেট্রো চালানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
নবান্ন , হাওড়া , ২৬ জুন:- আগামী পয়লা জুলাই থেকে সামাজিক দূরত্ব মেনে কলকাতা মেট্রো রেল চলাচল ফের শুরু করার ব্যাপারে রাজ্য সরকার ছাড়পত্র দিয়েছে। যত সংখ্যক আসন কত সংখ্যক যাত্রী নিয়ে মেট্রো চলাচল শুরু করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলের কাছে আবেদন জানিয়েছেন। রাজ্য প্রশাসন মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মেট্রো চলাচলের রূপরেখা স্থির করবে […]
সিগনালে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের পিছনে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কা। আহত হন বেশ কয়েকজন বাসের যাত্রী।
হাওড়া, ৮ অক্টোবর:- সিগনালে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের পিছনে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কা। আহত হন বেশ কয়েকজন বাসের যাত্রী। শুক্রবার সকালে হাওড়ার ধূলাগোড়ের দিক থেকে কলকাতা যাওয়ার পথে সাঁতরাগাছির গড়ফা ব্রিজের কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় আহত হন বেশ কয়েকজন বাসযাত্রী। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করে […]
কলকাতা পুলিশকে রাজভবনের নিরাপত্তা থেকে সরানোর জন্য চিঠি রাজ্যপালের।
কলকাতা, ১৭ জুন:- রাজভবনের নিরাপত্তা থেকে কলকাতা পুলিশকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। অবিলম্বে রাজভবন থেকে পুলিশকর্মীদের সরিয়ে দিতে ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন, রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি একেবারেই সুরক্ষিত বোধ করছেন না। তাই রাজভবনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সরিয়ে […]