এই মুহূর্তে কলকাতা

রেল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্যপাল দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন।

কলকাতা, ৯ মার্চ:- স্ট্যান্ড রোডের রেল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড় দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রেলের গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন ঠিক সময়ে খবর পেয়েও দমকল দ্রুত না এসে পৌঁছনোয় এত বড় দূর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৯ জনের মৃত্যুর দায় কে নেবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় মৃত ৯ জনের দেহই শনাক্ত করা হয়েছে। নিহত হেয়ার স্ট্রীট থানার এ এস আই বাগুইহাটির বাসিন্দা অমিত ভাওয়ালকে কলকাতা পুলিশের তরফে আজ লালবাজারে গান স্যালুট দেওয়া হয়। এইদিন বিজেপি নেতা মুকুল রায় ও স্বপন দাশগুপ্ত ছাড়াও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে গতকাল ঘটনাস্থলে রেলের আধিকারিকরা থাকলেও বাড়ির ম্যাপ যে পাওয়া যায়নি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী তা স্বীকার করে নেন। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ঘটনাস্থলে গিয়ে বাড়িটির ম্যাপ পাওয়া যায়নি বলে অভিযোগ জানিয়েছিলেন।