কলকাতা , ৯ মার্চ:- তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে সর্বত্র বোমা তৈরীর কারখানা গড়ে উঠেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই অভিযোগ তার মন্ত্রক খারিজ করে দিয়েছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ব্রাত্য বসু জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে বোমা তৈরীর কারখানা সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে সাকেত গোখলে নামক জনৈক ব্যক্তি তথ্যের অধিকার আইনের আওতায় রাজ্যে কোথায় কোথায় বোমার কারখানা আছে সে সম্পর্কে বিস্তারিত জানতে চান। তার প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যে বোমা কারখানার কোন অস্তিত্ব নেই বলে জানিয়েছে। রাজ্যের সম্পর্কে কিছু না জেনে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বোমা কারখানার সংক্রান্ত অসত্য প্রচার চালাচ্ছেন বলেও ব্রাত্য বসু অভিযোগ করেন।
উল্লেখ্য কয়েক মাস আগে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে অমিত শাহ অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে বাংলায় সর্বত্র বোমার কারখানা তৈরি হয়েছে। এরপরে একাধিক জনসভায় তিনি এই অভিযোগ তুলে সরব হন। এতদিন রাজনৈতিকভাবে শাহর অভিযোগের জবাব দিয়েছে তৃণমূল। এবার ভোটের আগে তাদের হাতিয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি চিঠি। যেখানে রাজ্যে বোমা কারখানা নিয়ে তাদের কাছে কোন তথ্য নেই বলে ভাষায় জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভোটের প্রচারে এখন এই চিঠিকে হাতিয়ার করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে পাল্টা আক্রমণের রণকৌশল নিল তৃণমূল কংগ্রেস।