এই মুহূর্তে কলকাতা

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ।

কলকাতা, ৫ মার্চ:- তৃনমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দলনেত্রী মমতা ব্যানার্জি আজ কালীঘাটে তার নিজের বাসভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন উত্তরবঙ্গের কার্সিয়াং, কালিম্পং ও দার্জিলিং বাদে ২৯১টি আসনে তৃনমূল কংগ্রেস লড়াই করবে। এরমধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ৫০, তপশিলী জাতি ৭৯ ও তপশিলী উপজাতি প্রার্থী রয়েছেন ১৭ জন। পাহাড়ের তিনটি আসনে দল গোর্খা জনমুক্তি মোর্চাকে সমর্থন করবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে রাজবংশী, কামতাপুরীর মত বিভিন্ন সংগঠন তাদের সমর্থন করবে বলেও দলনেত্রী জানান। তিনি নিজে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে লড়াই করবেন বলে জানিয়েছেন। আগামি ৯ তারিখে তিনি তার মনোনয়ন জমা দেবেন। এছাড়া উল্লেখ্যযোগ্যদের মধ্যে ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সী, বেহালা পূর্বে রত্না চ্যাটার্জি, ডেবরায় হুমায়ুন কবীর, বাঁকুড়ায় সায়ন্তীকা বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিককে প্রার্থী করা হয়েছে।

তবে অমিত মিত্র, পূর্নেন্দু বসু, মনীশ গুপ্তর মত আশি বছরের বেশি বয়স্ক বিধায়কদের এইবার প্রার্থী করা হচ্ছে না বলে দলনেত্রী জানান। তবে প্রার্থী না করা হলেও আগামী দিনে তাদের বিধান পরিষদে অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি জানান। আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ন করার জন্যে তিনি কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। নিজের নাম নন্দীগ্রাম কেন্দ্রের জন্য ঘোষণা করেন দলনেত্রী। এদিকে বেহালা পশ্চিম থেকে প্রার্থী হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, পূর্বে রত্না চট্টোপাধ্যায়, ইসলামপুরে করিম চৌধুরী, হেমতাবাদে সত্যজিৎ বর্মণ, কালিয়াগঞ্জ তপনদেব সিনহা, ইটাহারে মোশারফ হোসেন, গাজলে বাসন্তী বর্মণ, চাঁচলে নীহাররঞ্জন ঘোষ, ধূপগুড়িতে মিতালি রায়, ফরাক্কা মনিরুল ইসলাম, জঙ্গিপুর জাকির হুসেন, কামারহাটিতে মদন মিত্র। গতকাল যিনি তৃণমূলে যোগ দিলেন সেই বিখ্যাত গায়িকা অদিতি মুন্সী প্রার্থী হচ্ছেন এবারের নির্বাচনে। তিনি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে। পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বাঁকুড়া থেকে।

রাজ চক্রবর্তী দাঁড়াচ্ছেন ব্যারাকপুর থেকে। অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। রাসবিহারিতে দেবাশিস কুমার, হরিপালে করবী মান্না, তারকেশ্বরে রমেন্দু সিংহ রায়, আরামবাগে সুজাতা মণ্ডল খাঁ। ডোমজুড়ে কল্যাণ ঘোষ, শ্রীরামপুরে সুদীপ্ত রায়, হুময়ুন কবীর ডেবরায়, ঝাড়গ্রামে বীরবাহা, শিলিগুড়িতে ওমপ্রকাশ মিশ্র, চাকুলিয়ায় আরবিন আজাদ, রায়গঞ্জে কানইয়ালাল আগরওয়াল, দমদমে ব্রাত্য বসু, বালুরঘাটে শেখর দাসগুপ্ত, রতুয়ায় সমর মুখোপাধ্যায়, মোতাবড়িতে সাবিনা ইয়াসমিন, সাগরগিঘিতে সুব্রত সাহা, ভগবানগোলায় ইদ্রিশ আলি, কান্দিতে অপূর্ব সরকাররেজিনগরে রবিউল আলম চৌধুরী, জলঙ্গিতে আবদুল রেজ্জাক, নবদ্বীপে পুণ্ডরীকাক্ষ সাহা, হরিণঘাটায় নীলিমা নাগ, স্বরূপনগরে হিনা মণ্ডল, নৈহাটি পার্থ ভৌমিক, চৌরঙ্গী নয়না বন্দ্যোপাধ্যায়, শ্যামপুকুর শশী পাঁজা, হাওড়া মধ্য অরূপ রায়। ভাঙড় মহম্মদ রেজাউল করিম, চন্দননগর ইন্দ্রনীল সেন শারীরিক অসুস্থতার কারণে এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না পূর্ণেন্দু বসু এবং অমিত মিত্র। সিঙ্গুরের ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথের পরিবর্তে সিঙ্গুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন বেচারাম মান্না। চন্দ্রিমা ভট্টাচার্য দাঁড়াবেন দমদম উত্তরে। কৌশানী মুখোপাধ্যায় দাঁড়াচ্ছেন কৃষ্ণনগর উত্তর থেকে। বিবেক গুপ্ত প্রার্থী হচ্ছেন জোড়াসাঁকোয়। কাঞ্চন মল্লিক উত্তরপাড়া থেকে, মনোজ তিওয়ারি শিবপুরে। সোহম চক্রবর্তী দাঁড়াচ্ছেন চণ্ডীপুর থেকে।