এই মুহূর্তে জেলা

দাম আকাশছোঁয়া ; তেলের ঝাঁঝে প্রিয়ার বাহনের শ্রাদ্ধশান্তি স্বামীর !

সুদীপ দাস , ২৬ ফেব্রুয়ারি:- দিন দিন পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস সাধারন মানুষের। বছর কয়েক আগে যে সমস্ত মানুষ স্ত্রীর মন রাখতে স্কুটি কিনে দিয়েছিলেন তাঁদের অবস্থা সবথেকে খারাপ। ঘরে এলপিজি না থাকলেই অশান্তি। তাই বাড়তে থাকা রান্নার গ্যাসের টাকা সরিয়ে রাখা আবশ্যিক। এরপর নিজের বাইকের তেল কেনার পর গাটের কড়ি শেষ। তাই স্কুটির তেল কেনা সম্ভব হচ্ছে না। প্রিয়তমাকে বুঝিয়ে আপাতত স্কুটি গ্যারেজের কোনায় রেখে দেওয়াই শ্রেয়। সেকথা ভেবেই আপাতত সহধর্মীনির দু’চাকার শ্রাদ্ধশান্তির আয়োজন করলেন রিষড়ার বারুজীবীর বাসিন্দা স্বপন দাস। আপাতত গ্যারেজে চাক্কাজ্যাম অবস্থাতেই থাকবে সেই প্রিয়তমার প্রিয় স্কুটিটি।

তেলের দামের উদ্ধমুখী বাজার কবে নিন্মগামী হবে তারও ঠিক নেই। তাই সেই স্কুটিটির শ্রাদ্ধশান্তির আয়োজন করলেন স্বপনবাবু। হিন্দুমতে রীতিমতো ন্যাড়া হয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে শ্রাদ্ধশান্তি অনুষ্ঠিত হলো রিষড়ার বারিজীবি এলাকায়। গোটা কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গৌতম চক্রবর্তী। স্কুটির প্রতিকৃতির সামনে চলে শ্রাদ্ধের আয়োজন। যা দেখতে রিতিমত ভিড় জমে ওই এলাকায়। স্বপনবাবুর আশা নিজের বাইকটি হয়তো বাঁচবে। আশঙ্কা দাম না কমলে পাছে সেটিরও সৎকার করতে না হয় !!