২০ ফেব্রুয়ারি,বাঁকুড়াঃ নির্বাচন শুধুমাত্র সময়ের অপেক্ষা এরইমধ্যে রাজ্য সরকারের ক্রমান্বয়ে রক্তচাপ বৃদ্ধি করছে রাজ্যের স্থায়ী ও অস্থায়ী সরকারি কর্মচারীরা। এবার রাজ্য সরকারের ওপর চাপ বৃদ্ধি করে শুক্রবার থেকে সারা রাজ্যের সাতটি কর্পোরেশন সহ 119 টি পৌরসভার স্বাস্থ্যকর্মীরা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন। সে মতোই বাঁকুড়া জেলার অন্যান্য পৌরসভার সাথে সোনামুখী পৌরসভার অন্তর্গত স্বাস্থ্যকর্মীরাও শুক্রবার থেকে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছেন । দশ দফা দাবি নিয়ে তাদের এই কর্মবিরতি শুরু হয়েছে। মূলত তাদের দাবি এক , সম কাজে সম বেতন বৃদ্ধি করতে হবে। দুই, ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা করতে হবে । এই ধরনের দশ দফা দাবি নিয়ে তাদের কর্মবিরতি শুরু হয়েছে ।যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কর্মীদের বেতন কিছুটা বৃদ্ধি করলেও তাদের মনোপুত না হওয়াতে এই কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। সোনামুখী পৌরসভার এইচ এস ডাবলু কর্মী কবিতা সাহা দাস বলেন,আমরা যে বেতন পায় তাই দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বেতন বৃদ্ধি করলে খুবই উপকৃত হবে।
সোনামুখী পৌরসভা স্বাস্থ্যকর্মী অনির্বান মুখার্জী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার সহিত আমাদের বেতনের দিকটা ভেবে দেখলেও অর্থ দপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়াতে বেতন বৃদ্ধি হচ্ছে না ফলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা লড়াই করে গেছেন সমাজকে সুরক্ষিত রাখতে। আর তাদেরই বঞ্চনার শিকার হতে হচ্ছে রাজ্য সরকারের দ্বারা । কবে তাদের এই সমস্যার সুরাহা হবে আদৌ হবে কিনা তা তো সময় বলবে ।