এই মুহূর্তে কলকাতা

যাত্রীদের সুবিধার্থে ট্রামে ক্যাশলেস বা নগদ অর্থহীন টিকিট চালু।

কলকাতা , ১৯ ফেব্রুয়ারি:- রাজ্য পরিবহন নিগম যাত্রীদের সুবিধার্থে ট্রামে ক্যাশলেস বা নগদ অর্থহীন টিকিট চালু করছে। নগদহীন পদ্ধতিতে টিকিট কেনার ক্ষেত্রে ফোন পে, গুগুল পে, পেটিএম, এয়ারটেল সহ সুবিধাগুলি অন্তর্ভুক্ত করা হবে। এই পদ্ধতিতে প্রত্যেক কন্ডাক্টারের কাছে পরিবহন নিগমের একটি কিউআর কোড কার্ড থাকবে। যাত্রীদের ইউপিআই পদ্ধতির মাধ্যমে অর্থ প্রদান করতে সক্ষম কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। কোডটি স্ক্যান করলে সংশ্লিষ্ট ডিপোর নাম এবং কন্ডাক্টরের সম্পর্কে তথ্যও প্রদর্শিত হবে। পরিবহন নিগমের চেয়ারম্যান রচপাল সিং জানিয়েছেন, এতদিন ট্রামে যাতায়াতের সময় যাত্রীদের খুচরো কয়েন দিতে সমস্যায় পড়তে হতো।

এই ক্যাশলেস টিকিট ব্যবস্থায় ট্রাম যাত্রা অনেক সুবিধাজনক হবে এবং করোনা পরিস্থিতিতে টিকিট কাটার ক্ষেত্রে কোন শারীরিক যোগাযোগের প্রয়োজন হবে না। নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, ট্রামকে যুব সমাজের কাছে আকর্ষনীয় করে তুলতে শীততাপ নিয়ন্ত্রিত ট্রাম, বিনামূল্যে ওয়াইফাই এবং নগদহীন টিকিট ব্যবস্থা চালু করা হচ্ছে। আগামীকাল থেকে রাজাবাজার রুটে নগদ অর্থ প্রদানের জন্য পরিবহন নিগমের কিউআর কোড কার্ড দেওয়া হবে এবং আগামী মাসের মাঝামাঝি সমস্ত ট্রাম রুটে এই ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে।