এই মুহূর্তে কলকাতা

কোভিড বেডকে ফের নন কোভিড বেডে নিয়ে আসা হবে৷

রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:- করোনাকালে যে সব হাসপাতালে কোভিড বেড বাড়ানো হয়েছিল৷ এবার সেই কোভিড বেডকে ফের নন কোভিড বেডে নিয়ে আসা হবে৷ যাতে সব হাসপাতালেই সাধারণ মানুষ চিকিৎসা পায়, সেদিকেই নজর দিচ্ছে স্বাস্থ্য দফতর৷ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি ভবন এতদিন পর্যন্ত কোভিড ওয়ার্ড ছিল৷ আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে একটা অংশে তা হচ্ছে নন কোভিড। ৩ ও ৪ তলায় নন কোভিড চিকিৎসা শুরু করতে চলছে মেডিক্যাল কলেজে। আপাতত নন কোভিড সিসিইউ। এদিকে বাংলায় কমেছে করোনা প্রকোপ৷ রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (state health department)৷

বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে রাজ্যে করোনা আক্রান্ত (COVID-19)হয়েছেন ১৯০ জন৷ রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২ জনের৷ গত ২৪ ঘন্টায় কলকাতা ও উত্তর ২৪ পরগণায় ১ জন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ বাকি জেলায় মৃতের সংখ্যা শূন্য বাংলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬২ জন৷ শুক্রবার ছিল ২৬৪ জন৷ বৃহস্পতিবার ছিল ২৮৬ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৮ হাজার ২৭৭ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৭.৫০ শতাংশ৷ শুধু কলকাতায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ৯০ জনের৷ মোট আক্রান্ত ১ লক্ষ ২৮ হাজার ৫৪৭ জন৷ মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৪ হাজার ৩৫৩ জন৷ এর ফলে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে৷

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৪৯৭ জনের৷ মোট আক্রান্ত ১ লক্ষ ২২ হাজার ৫০২ জন৷ মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৮ হাজার ৯৮২ জন৷ এর ফলে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩ জনে৷ একদিনে টেস্ট হয়েছে ২২ হাজার ২০৪ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৯২,২২৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৪ হাজারের সামান্য বেশি৷ তথ্য অনুযায়ী,৪ হাজার ৮৬ জন৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ১০৩ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷