এই মুহূর্তে কলকাতা

চার রাজ্যের জন্য বড়সড় বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের।

রিংকা পাত্র, ১৩ ফেব্রুয়ারি:- চার রাজ্যের জন্য বড়সড় বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্র দফতরের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হবে। রাজ্যগুলিকে প্রায় ৩১১৩ কোটি টাকা দেবে কেন্দ্র। যদিও বিশেষ আর্থিক প্যাকেজের এই তালিকায় উল্লেখ যোগ্যভাবে নাম নেই বাংলার। এই বিষয়ে তৃণমূল নেতাদের কথায়, বাংলার বিধানসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বড় বড় ভাষণ দিলেও আদপে বাংলার জন্য উন্নয়ন করার কোনও সদিচ্ছা নেই।

গত বছর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গে অথচ নতুন এই আর্থিক প্যাকেজের তালিকায় রাখা হল না বাংলাকে। ঘূর্ণিঝড় আমফানের পর এরাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের টিম এসে ঘুরে গেলেও আশ্চর্যজনকভাবে আর্থিক প্যাকেজ পেল না বাংলা। নতুন বিশেষ এই আর্থিক প্যাকেজে অন্ধ্রপ্রদেশ পাচ্ছে ২৮০.৭৮ কোটি টাকা, বিহার পাচ্ছে ১২৫৫.২৭ কোটি টাকা, তামিলনাড়ু ৬৩.১৪ কোটি নিভারের জন্য এবং ঘূর্ণিঝড় বুরেভির জন্য ২৮৬.৯১ কোটি টাকা, পঙ্গপাল হানার জন্য মধ্যপ্রদেশ পাচ্ছে ১২৮০.১৮ কোটি টাকা, ঘূর্ণিঝড় নিভারের জেরে ক্ষয়ক্ষতির জন্য কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি পাচ্ছে ৯.৯১ কোটি। রাজনৈতিক বিশেষঞ্জদের মতে, কেন্দ্রের আর্থিক সাহায্য থেকে বাংলাকে বঞ্চিত করার ঘটনা ভোট প্রচারে বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিতে পারেই বলে ধারণা।