রিংকা পাত্র , ১৩ ফেব্রুয়ারি:- ২২শে ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একুশের নির্বাচনের আগে ফের বাংলা সফরে আসছেন মোদী। জলসম্পদ প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তাঁর। ডানলপে সভা করবেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পাখির চোখ বাংলা। সেদিকে নজর রেখেই বিজেপি হাইকমান্ডের আনাগোনা রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিজেপি সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ইতিমধ্যেই বঙ্গ সফর সেরেছেন। চলতি মাসে মোদীর এটা দ্বিতীয় বাংলা সফর। বিশেষ সূত্রে খবর ১৮ তারিখের আগে রাজ্যে নির্বাচনের ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তবে তার আগে মোদীর এই সফর বেশ উত্তাপ ছড়াচ্ছে।
ইতিমধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সেই প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর বাংলা সফর ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। জলশক্তি মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো পথের। এই সরকারি দুটি অনুষ্ঠানের মাধ্যমেই ফায়দা তুলতে চাইছে রাজ্য বিজেপি। মেট্রোর আনুষ্ঠানিক সূচনা হলে রাজনৈতিক দিক থেকে তা হাতিয়ার করতে পারে বিজেপি বলে রাজনৈতিক মহলের ধারণা। গত ৭ই ফেব্রুয়ারি রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে বিপিসিএলের এলপিজি টার্মিনালের উদ্বোধন করেন। ধোবি দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইনের উদ্বোধনও করেন তিনি। হলদিয়ার রানীচকে একটি রেল ওভারব্রীজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজির ১২৫ তম জন্মদিবস উপলক্ষে ‘পরাক্রম দিবস’–এর অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠে৷ ভিক্টোরিয়ার ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের বক্তব্য শেষ করার পর, পরের বক্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন অনুষ্ঠানের সঞ্চালক। তখনই আচমকা সভায় উপস্থিত দর্শকদের মধ্যে থেকে উঠে এল ‘জয় শ্রী রাম’ স্লোগান। আর তাতে ক্ষুব্ধ হয়ে বক্তব্য রাখতে অস্বীকার কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন,’কাউকে আমন্ত্রণ করে তাঁকে অসম্মান করা শোভা দেয় না’। তিনি আরও বলেন,‘আমার মনে হয়, সরকারি অনুষ্ঠানের একটা আলাদাই মর্যাদা, সম্ভ্রম থাকে। এটা সরকারি অনুষ্ঠান। কোনও রাজনৈতিক দলের সভা নয়। এটা সকল রাজনৈতিক দলও সাধারণ মানুষের অনুষ্ঠান।’