পশ্চিম মেদিনীপুর , ১২ ফেব্রুয়ারি:- তৃণমূলের কফিনে পেরেক পোঁতার কাজ শুরু হয়ে গেছে। প্রতিদিনই একটি করে উইকেট পড়ছে। একজন করে সাংসদ, বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। শুক্রবার পরিবর্তন যাত্রায় বেরিয়ে পশ্চিম মেদিনীপুরে পরিবর্তন যাত্রায় এসে বললেন শুভেন্দু। এদিন বেলদা থেকে খড়্গপুরের মাতকাতপুর , মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা ঘোরে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। ছোট ছোট পথসভা করেন যাত্রায় থাকা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সঙ্গে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, বিজেপির জেলা সভাপতি শমিত দাস। শুভেন্দু অধিকারী বলেন, মানুষের মন তিনি বুঝতে পারছেন। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে বাংলা থেকে উৎখাত করবেন। তিনি এদিন বলেন একজনকে জয় শ্রীরাম বললে রেগে যান। আর একজনকে তোলাবাজ বললে রেগে যান। তাঁর মুখের ভাষা বাংলার মানুষ শুনছেন। তারাই নাকি বাংলার কৃষ্টি আর সংস্কৃতির কথা বলেন।
উন্নয়ন নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করে তিনি বলেন, মানুষ স্বাস্থ্য সাথী কার্ড চান না। বেকারের চাকরি চান। দুর্নীতি মুক্ত সরকার চান। এদিন ভারতী ঘোষ বলেন এই সরকার গোয়ালে যাওয়ার সময় এসে গেছে। ফাঁকা মাঠের বক্তব্য দিলেন রুদ্রনীল রথ যাত্রার মধ্যে দিয়ে আজ খড়গপুর শহরের ঝাপেটাপুর এলাকার রাসের মাঠে বিজেপির সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি ফাঁকা মাঠে ভাষণ দিলেন। রুদ্রনীল ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটাই প্রশ্ন। আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন আপনার সততার সিম্বল যেখানে রাখা ছিল। আপনার সেই সেই কর্মীরা, যারা যখন অন্যায় দেখেছে সমাজে হচ্ছে। আপনি যখন জানতে চেয়েছেন। ঠিক সেই সময়, দলবেঁধে প্রত্যেক মুহূর্তে আপনাকে বুঝিয়েছে। না না ও যা বলছে মাওবাদী। ও যা যা বলছে তা ঠিক না। ও বিজেপির দালাল। যাদের আত্মমর্যাদা রয়েছে শুভেন্দু অধিকারী রাজিব ব্যানার্জির মত লোকেরা বিজেপিতে চলে গেছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন ফ্লপ শোয়ের সিরিজ চলছে বিজেপির।