ব্যারাকপুর , ১১ ফেব্রুয়ারি:- গত বছরের ৪ ঠা অক্টোবর ভর সন্ধায় টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হতে হয়েছিল বিজেপির যুব নেতা মনিশ শুক্লাকে। সেই খুনের ঘটনার পর দীর্ঘ চার মাস সময় অতিক্রান্ত। অথচ তদন্তের গতিপ্রকৃতি কোন ভাবেই সঠিক পথে এগোচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে খড়দহের নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের বিরুদ্ধে এমটাই প্রশ্ন তুললেন নিহত বিজেপি নেতা মনীশ শুক্লার বাবা ডঃ চন্দ্রমণি শুক্লা। এদিনের সাংবাদিক সম্মেলনে নিহত বিজেপি নেতার পিতা চন্দ্রমণিবাবু প্রশাসন ও সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, বর্তমানে ছেলের খুনের তদন্ত যে ভাবে এগোচ্ছে তাতে তিনি ও তার পরিবার একেবারেই খুশি নন। তার দাবি ছেলে খুনের ঘটনায় যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। আদালতে সিআইডির পেশ করা চার্জশিটে তাদেরকে সন্দেহ ভাজনের তালিকায় রাখা হয়েছে। যদি মনিশ খুনের ঘটনায় সরকার বা পুলিশের হাত নাই থাকে তাহলে সিবিআই তদন্তের নির্দেশ দিতে আপত্তি কোথায়। তার আরও অভিযোগ, প্রশাসন মুল অভিযুক্তদের গ্রেফতার না করে, চুনোপুঁটিদের ধরছে। তার কথায় টিটাগড় ও ব্যারাকপুরের দুই পুর-প্রশাসকের নাম এফআইআর-এ থাকা সত্ত্বেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। নিয়ম রক্ষার জন্য তাদের সিআইডি ডেকেছিল।
কিন্তু তারা হাসতে হাসতে গেল, আর হাসতে হাসতে বেরিয়ে এল। ওই দুই’জনের নামও চারর্শিটে সন্দেহ ভাজনের তালিকায় রাখা হয়েছে। এর থেকেই প্রমাণ হচ্ছে ছেলের খুনের ঘটনায় পুলিশ ও সিআইডির তদন্ত যথেষ্ট সন্দেহজনক। তাই রাজ্য সরকারের তদন্তের ওপর আমাদের কোন আস্তা নেই। তাই সঠিক তদন্তের দাবিতে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা’য়ের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও এদিন সাংবাদিকদের জানান চন্দ্রমণিবাবু। এদিন নিহত বিজেপি নেতার বাবা চন্দ্রমণিবাবুর বিস্ফোরক অভিযোগ, ছেলে মনিশের খুনিদের আড়াল করতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ফোন মারফত তাকে বিভিন্ন ভাবে প্রলোভিত করার চেষ্টা করছে। তার দাবি ৩-৪ দিন আগে ফোনে ও মৌখিক ভাবে এক ব্যক্তি মারফত তাকে জানানো হয়,স্থানীয় এক তৃণমূল নেতা তার সঙ্গে সাক্ষাত করতে চায়। এমনকি তৃণমূলের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ও তার সঙ্গে আলোচনা করতে চাইছেন বলে বলে তাকে জানানো হয়। তিনি এদিন আরও দাবি করেন, তাকে তৃণমূলের যোগ দেবার জন্যে প্রলোভন দেখান ছাড়াও দলের টিকিট দেবারও প্রলোভন দেখানো হয়েছে নানা অছিলায়। নিহত বিজেপি নেতার বাবা এদিন সাফ জানিয়ে দেন, আমি কোন রাজনৈতিক দল করি না। তবে ছেলের হত্যার পর বিজেপিই তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। তাই এখন হয়তো তৃণমূল মনে করছে বিজেপি মনিশকে সামনে রেখে আগামী নির্বাচনে এখান থেকে জিতে যেতে পারে। তাই হয়তো ওরা আমাকে এই ভাবে প্রলোভিত করছে।