এই মুহূর্তে কলকাতা

মাফিয়া রাজ চলছে রাজ্যে তীব্র আক্রমণ রাজ্যপালের

রিঙ্কা পাত্র , ৯ ফেব্রুয়ারি:- মাফিয়া রাজ চলছে রাজ্যে। রাজ্য সরকার ও রাজ্য প্রশাসনকে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকার। ইস্টার্ন কমান্ডের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরমতম আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকার একের পর এক যে প্রকল্প শুরু করেছে তার সিংহভাগ টাকাই এসে পৌঁছাচ্ছে না রাজ্যের কৃষকদের কাছে। রাজ্যের প্রায় 70 লক্ষ কৃষক এর থেকে বঞ্চিত হচ্ছেন। সব সময় কেন্দ্রের সঙ্গে বিবাদ করে চলেছে এই সরকার। এক সরকার আরেক সরকারের বিরোধিতা করবে এমন শিক্ষা দেয় না আমাদের সংবিধান। আর এরপরই তিনি বলেন রাজ্যে মাফিয়া রাজ চলছে সবক্ষেত্রেই।

সংবাদমাধ্যমের কাছে তিনি আবেদন করেন আপনারা আমি বলছি বলেই বিশ্বাস করবেন না আপনারা নিজেরাই খতিয়ে দেখুন। পাশাপাশি এদিন তিনি বলেন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর এই রাজ্যের মানুষের আস্থা এবং বিশ্বাস একেবারে উঠে গিয়েছিল। তবে এবারের নির্বাচন হবে একেবারেই ব্যতিক্রমী। জাতীয় নির্বাচন কমিশনের ওপর আমার সেই বিশ্বাস এবং ভরসা আছে। রাজ্যে এবার 2018 সালের পঞ্চায়েত নির্বাচন এবং 2019 সালের লোকসভা নির্বাচনের মতো কোনো ঘটনাই ঘটবে না। ১০০% হিংসামুক্ত নির্বাচন করাতে সক্ষম হবে নির্বাচন কমিশন।