এই মুহূর্তে জেলা

ভিডিও তুলতে বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দুই বন্ধুর , নিখোঁজ এক

কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- ভিডিও তুলতে বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দুই বন্ধুর! দ্বিতীয় হুগলি সেতু থেকে দুই যুবক গঙ্গায় ঝাঁপ মারে! একজনকে উদ্ধার করা হলেও আরেক যুবক জাকির সরদার ২১ বছর বয়স গঙ্গায় তলিয়ে যায়! কলকাতা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ গঙ্গায় তল্লাশি চালাচ্ছে যুবকের খোঁজে ডুবুরি ও নামানো হয়! জানা যাচ্ছে কলকাতা তপসিয়ার বাসিন্দা জাকির সরদার ৭ বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে ছিল, দ্বিতীয় হুগলি সেতু তে এসে ছবি তোলার নেশায় দুই বন্ধু গঙ্গায় ঝাঁপ মারে গঙ্গায় ঝাঁপ দেওয়ার সময় ভিডিও ফুটেজও তৈরি করা হয় কিন্তু তলিয়ে গেল জাকির সরদার সাত বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে টপসিয়া থানার পুলিশ এবং কলকাতা রিভার ট্রাফিক পুলিশ!